সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ টেনেছেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। এবার তার কয়েক ঘন্টার মধ্যে বিচ্ছেদের ঘোষণা করলেন এই অস্কারজয়ী সুরকারের গিটারিস্ট মোহিনী দে! ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেছেন মোহিনী।


সমাজমাধ্যমে সেই বিবৃতিতে মোহিনী লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এবং মার্ক আলাদা হচ্ছি। আমাদের পরিবার, বন্ধুদের জানাতে চাই পরস্পরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা দু'জনেই। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা যেমন ভিন্ন তেমন জীবনের লক্ষ্যও আলাদা তাই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সিদ্ধান্ত। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।” 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mohini Dey (@dey_bass)