সংবাদসংস্থা মুম্বই: সঞ্জয় গুপ্তা পরিচালিত 'শুটআউট অ্যাট ওয়াডালা' ছবিতে গ্যাংস্টারদের গল্প ফুটে উঠেছিল।‌ ওই ছবিতে দেখা গিয়েছিল বলিউডের তাবড় অভিনেতাদের। ছিলেন জন আব্রাহাম, অনিল কাপুর, কঙ্গনা রানাউত, তুষার কাপুর, মনোজ বাজপেয়ী ও সোনু সুদের মতো অভিনেতারা। ২০১৩ সালের ১ মে মুক্তি পেয়েছিল ছবিটি। 

 

 

ছবি মুক্তির ১১ বছর পর উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ওই ছবির শুটিং চলাকালীন নাকি জন আব্রাহামকে প্রায় প্রাণে মেরে ফেলেছিলেন অনিল কাপুর! আসলে এই ছবির শুটিংয়ে ঘটেছিল এখ মারাত্মক অঘটন। একটি দৃশ্যে ১৫ ফুট দূরত্বে থেকে জন আব্রাহামের দিকে বন্দুক চালাতে হত অনিল কাপুরকে। 

 

 

কিন্তু ১৫ ফুটের বদলে মাত্র ১.৫ ফুট দূরত্বে থেকে জনের দিকে গুলি চালান অনিল। আর গুলিটি অসাবধানতাবশত জনের ঘাড়ের পাশ দিয়ে চলে যায়। গুলির তেজে জনের জামার কলারটি পুড়ে যায়। এই ঘটনায় হতচকিত হয়ে যান জন। প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত তাঁর কানে গুলির সেই শব্দ বাজতে থাকে। 

 

 

সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, সেদিন ভাগ্য তাঁর সহায় ছিল বলেই তিনি প্রাণে বেঁচেছিলেন। ভগবানকে এই জন্য ধন্যবাদও জানান অভিনেতা। এদিকে পরিচালক সঞ্জয় গুপ্তা দুর্ঘটনাটি ভয়ঙ্কর বলে স্বীকার করেছেন। সেদিন শুটিং সেটে আর কারওর কাজে মন বসেনি। সবাই দুর্ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলেন বলেও জানান পরিচালক।