মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত মুক্তি পেতে চলেছে আগামী বছরের সরস্বতী পুজোয়। শুক্রবার একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে নায়কের প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত সুমিত-শাহিল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরা।
‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।
অঙ্কুশের কথায়, “অভিনেতা হিসাবে আমার যাত্রা যে ছবিগুলো দিয়ে শুরু করেছিলাম, সেগুলির বেশিরভাগই ছিল অ্যাকশনে ভরপুর বা পরিবাকেন্দ্রিক কমেডি। আমাদের শেষ ছবি মির্জাও ছিল অ্যাকশনে ঠাসা। এবার আমরা আবার পারিবারিক রমকম নিয়ে আসছি। আমার পরের ছবি নারী চরিত্র বেজায় জটিল-এর ঘোষণা করতে পেরে খুবই খুশি।”
অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)
সাল ২০১০। ‘কেল্লাফতে’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি অঙ্কুশের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে টলিউডে প্রথম সারির নায়কদের মধ্যে নিজের জায়গা পাকা করেন তিনি। তবে অ্যাকশন এবং কমেডির চেনা ছকের বাইরে করতে চান নতুনত্ব চরিত্র। তবে অঙ্কুশের সাফল্যের খতিয়ান বলছে, কমেডি চরিত্র করেই দর্শকের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন নায়ক। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “ভাল চরিত্র পেলে অবশ্যই কমেডি ছাড়ব না। সেই কথা ভেবেই নারী চরিত্র বেজায় জটিল’ করেছি। আশা করি সবার ভাল লাগবে।”
‘রক্তবীজ ২’-এ চিরাচরিত ছক ভেঙে অন্য রূপে অঙ্কুশ। আদ্যপান্ত বাণিজ্যিক ছবির হিট নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের অ্যাকশন থ্রিলারে খলনায়ক। চরিত্রের নাম মুনির আলম। শান্ত চাউনি, পরিমিত অভিব্যক্তি। জীবনের মন্ত্র, ‘মাইনষের থেইক্যা মকসদ বড়।’ ছবির প্রথম ঝলক দর্শকের মনে ধরেছে।
‘রক্তবীজ’ যাঁরা দেখেছেন, সিকুয়েলে অঙ্কুশের উপস্থিতি তাঁদের কাছে নতুন চমক নয়। কিন্তু তাঁর নয়া অবতার নিয়েও আগ্রহ নিছক কম নয়। আজকাল ডট ইন-কে অঙ্কুশ বলেন, “এই মুহূর্তে ছবিটি বা আমার চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। তবে টিজার মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়ায় খুবই খুশি। তাঁরা আমাকে এই নতুন অবতারে গ্রহণ করেছেন ভেবে ভাল লাগছে। আশা করি ছবিটিও সকলে উপভোগ করবেন।”
বেশ কয়েক বছর পুজোতে অঙ্কুশের ছবি মুক্তি পায়নি। ধরেই নেওয়া যায়, এবার উৎসবের চারটে দিন জুড়ে থাকবে ছবির প্রচার, বক্স অফিসের হিসেবনিকেশ, প্রেক্ষাগৃহ পরিদর্শনের ব্যস্ততা। তাতে যদিও আপত্তি নেই নায়কের। তাঁর কথায়, “পুজো আমার জন্য বেশ লাকি। এখনও পর্যন্ত পুজোর সময় আমার যে ক’টি ছবি মুক্তি পেয়েছে, সেগুলির বেশিরভাগই সফল। আশা করি এবারও অন্যথা হবে না। ওই দিনগুলোতে ছবি কেমন চলছে, কত মানুষ আমাদের ছবি দেখতে ভিড় জমাচ্ছেন এসব জানতে ভালই লাগবে।”