মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত মুক্তি পেতে চলেছে আগামী বছরের সরস্বতী পুজোয়। শুক্রবার একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে নায়কের প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত সুমিত-শাহিল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরা।

‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।

অঙ্কুশের কথায়, “অভিনেতা হিসাবে আমার যাত্রা যে ছবিগুলো দিয়ে শুরু করেছিলাম, সেগুলির বেশিরভাগই ছিল অ্যাকশনে ভরপুর বা পরিবাকেন্দ্রিক কমেডি। আমাদের শেষ ছবি মির্জাও ছিল অ্যাকশনে ঠাসা। এবার আমরা আবার পারিবারিক রমকম নিয়ে আসছি। আমার পরের ছবি নারী চরিত্র বেজায় জটিল-এর ঘোষণা করতে পেরে খুবই খুশি।”

অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankush (@ankush.official)