সংবাদসংস্থা মুম্বই: মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায়। 


অর্জুন কাপুরের যখন মাত্র ১০ বছর বয়স, সেই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। শ্রীদেবীর সঙ্গে ওই সময় সম্পর্কে জড়ান বনি কাপুর। শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্কের জেরে মোনা শৌরির সঙ্গে বলিউডের প্রযোজকের বিচ্ছেদ হয়ে যায়। যা অর্জুনের শিশু মনে জোরদার প্রভাব ফেলে। 

 


বাবা-মায়ের বিচ্ছেদের পর অর্জুন নিজেকে প্রথমে সামলাতে পারেননি। বাবা-মায়ের বিচ্ছেদের জের প্রকটভাবে তাঁর জীবনে পড়ে। সবকিছু মিলিয়ে অর্জুন কাপুর শ্রীদেবীর সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি বলেও জানান। তবে বড় হওয়ার পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্ক ভাল হয় তাঁর। শ্রীদেবী ও বনির দুই মেয়ে, অর্থাৎ অর্জুনের দুই বোন জাহ্নবী ও খুশির সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক, তা নিজেই বহুবার জানিয়েছেন অভিনেতা। 

 

কিন্তু সৎ মা শ্রীদেবীর সঙ্গে কেমন সম্পর্ক ছিল অর্জুনের? তা নিয়ে কখনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের কাছে শ্রীদেবীকে নিয়ে কথা বললেন অর্জুন। তিনি। জানান, ১৯৯৩ সালে 'রূপ কি রানি চরণ কি রাজা' ছবিটি মুক্তি পায়। বাবা বনির প্রযোজিত ব্যবসা সফল ছবিগুলির মধ্যে এটি অন্যতম। এই ছবিতে অনিল কাপুরের বিপরীতে ছিলেন শ্রীদেবী। সেই সময় প্রায় ১০ কোটি টাকা ব্যবসা করে এই ছবি। ছবির সেটেই প্রথমবার শ্রীদেবীর সঙ্গে আলাপ অর্জুনের। এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বলেন, "বাবার প্রযোজিত অন্যতম সিনেমা এটি। এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন শ্রীদেবী ম্যাম।" তাঁর এই কথা থেকেই নেটিজেনদের কাছে স্পষ্ট শ্রীদেবীকে 'ম্যাম' বলেই সম্বোধন করতেন অর্জুন।