সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
সৌরভের বায়োপিক থেকে সরলেন আয়ুষ্মান
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বড়পর্দায় 'দাদা' চরিত্রে অভিনয়ের কথা ছিল বলি অভিনেতা আয়ুষ্মান খুরানার। কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবি থেকে সরে এসেছেন অভিনেতা। শুটিংয়ের তারিখ সংক্রান্ত কিছু সমস্যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে আবারও অভিনেতা নির্বাচন শুরু করেছেন নির্মাতারা। এবার কাকে ব্যাট হাতে বড়পর্দা কাঁপাতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শক।
'শোলে'র রিমেকে কোন চরিত্রে সলমন?
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সলমন খান 'শোলে'র রিমেক তৈরির জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। সলমন বলেন,তিনি 'জয়','বিরু' এবং 'গব্বর সিং' তিনটি চরিত্রেই একসঙ্গে অভিনয় করতে চান। তাঁর এই কথায় হেসে লুটপাটি হন ওই অনুষ্ঠানে থাকা সেলিম খান, জাভেদ আখতার এবং জোয়া আখতার।
করণের হাত ধরে অভিনয়ে ওরি
করণ জোহরের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ওরি। সম্প্রতি করণের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট সেরেছেন তিনি। এরপর মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ওরি বলেন, "করণ এবং আমি দু'জনে ক্যামেরার ওপারে খুব ভাল বন্ধু। কিন্তু ক্যামেরার সামনে সে আমার থেকে অনেক অভিজ্ঞ, তাই করণের থেকে অনেক কিছু শিখেছি। অভিনয়ের শুরুটা করণের হাত ধরে হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি।"
