নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এবার এই তালিকায় নাম লেখালো সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় আসছে নতুন শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।
বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। 'লাখ টাকার লক্ষ্মীলাভ' চারটে রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফেরা প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "নন ফিকশন শোয়ের সঞ্চালনার ইচ্ছে বরাবরই ছিল। সুযোগও এসেছিল, কিন্তু শেষমেশ আর হয়ে ওঠেনি। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় যখন এই শোয়ের প্রস্তাব এল তখন আমিও রাজি হয়ে গেলাম। কারণ এই শোয়ে সঞ্চালিকাকে যেভাবে দেখানো হবে, তা খুব অন্যরকম। যা আমার চিন্তাধারার সঙ্গে মিলে যায়। আশাকরি, এই শোয়েয মাধ্যমে দর্শকের আরও ভালবাসা পাব।"
'লাখ টাকার লক্ষ্মীলাভ' নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই নয়া উদ্যোগ। খুব শীঘ্রই সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।
