নিজস্ব সংবাদদাতা: টিআরপির লড়াইয়ে প্রতি সপ্তাহে জোর টক্কর দেখা যায় স্টার জলসা, জি বাংলার মধ্যে। একে অপরকে টেক্কা দিতে আনছে নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই জি বাংলায় নতুন ধারাবাহিক আসার খবর এসেছিল। এইবার ময়দানে নেমেছে স্টার জলসা। আসছে নতুন ধারাবাহিক। দুই বোনের গল্প নিয়ে এগোবে গল্প। সূত্রের খবর, স্বর্ণেন্দু সমাদ্দার-এর প্রযোজনা সংস্থা 'ক্রেজি আইডিয়া মিডিয়া'র ব্যানারে আসছে নতুন এই ধারাবাহিক। এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে নতুন কাজের প্রস্তুতি পর্ব। তাই এই মুহূর্তে চূড়ান্ত হয়নি ধারাবাহিকের নাম। 


খবর, দুই বোনের চরিত্রে দেখা যাবে টলিপাড়ার পরিচিত মুখ তিতিক্ষা দাস ও নন্দিনী দত্তকে। চলতি মাসের শেষেই হবে প্রোমো শুটিং। এর আগে তিতিক্ষাকে দেখা গিয়েছে জি বাংলার 'ইচ্ছে পুতুল' ধারাবাহিকে 'মেঘ'-এর চরিত্রে। অন্যদিকে নন্দিনীকে শেষ দেখা গিয়েছে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের 'কৃষ্ণা' চরিত্রে। এই দুই ধারাবাহিক শেষ হতেই দুই নায়িকার ফেরার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে এল সুখবর। যদিও এর আগে তিতিক্ষাকে দেখা গিয়েছিল দুই বোনের গল্পেই। কিন্তু এই ধারাবাহিকের গল্প কোন খাতে এগোবে তা এখনও জানা যায়নি। 


এর আগে স্টার জলসায় দর্শক দুই বোনের স্বার্থত্যাগের গল্প 'সন্ধ্যা তারা' দেখেছিল। কিন্তু নতুন এই ধারাবাহিকে দুই বোনের সম্পর্কের কোন সমীকরণ উঠে আসবে তা এখনও জানা যায়নি।