সংবাদ সংস্থা মুম্বই: একদিকে যখন দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা তুঙ্গে, ঠিক তখনই মুক্তির আগের দিনই বড় সিদ্ধান্ত নিল ম্যাডক্স ফিল্মস। রাজকুমার রাও ও ওয়ামিকা গব্বির রম-কম ‘ভুলচুক মাফ’ আর মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন! দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বড়পর্দায় মুক্তির থেকে সরিয়ে ছবিটি সরাসরি মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে — আগামী ১৬ মে।
এক যৌথ বিবৃতিতে ম্যাডক্স ফ্লিমস এবং অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ও সারা দেশে নিরাপত্তার উচ্চ সতর্কতার কথা মাথায় রেখে আমরা আমাদের পারিবারিক বিনোদনমূলক ছবি 'ভুলচুক মাফ' সোজা আপনাদের ঘরে নিয়ে আসছি, ১৬ মে থেকে, অ্যামাজন প্রাইম ভিডিও -তে। প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু দেশের মঙ্গলই সবার আগে। জয় হিন্দ!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Maddock Films (@maddockfilms)
এই ঘোষণাটি আসে এমন এক সময়, যখন ৭ মে-র 'অপারেশন সিঁদুর' নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য, যা ছিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতের সুনির্দিষ্ট মিসাইল স্ট্রাইক। গোটা দেশে চলছে নিরাপত্তা মহড়া, তৈরি হচ্ছে প্রতিরক্ষার কৌশল।
এর আগে এক আলোচনাচক্রে রাজকুমার ও ওয়ামিকা বলেছিলেন, ‘ভুলচুক মাফ’ এমন একটি পারিবারিক বিন্দোনের ছবি—যার আসল মজা শুধুই বড়পর্দায় পাওয়া সম্ভব। তবে একই সঙ্গে দু’জনেই অপারেশন সিঁদুরেরর প্রতি সমর্থনও জানিয়েছিলেন। তবে এখন, যাঁরা এই হাসির মেলায় মজতে চাইছেন, তাঁদের আর একটু অপেক্ষা করতেই হবে—১৬ মে অবধি। এবার বাড়িতেই বসে পরিবারসহ হাসির ঝড় তুলবে ‘ভুলচুক মাফ’।