সংবাদ সংস্থা মুম্বই: একদিকে যখন দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা তুঙ্গে, ঠিক তখনই মুক্তির আগের দিনই বড় সিদ্ধান্ত নিল ম্যাডক্স ফিল্মস। রাজকুমার রাও ও ওয়ামিকা গব্বির রম-কম ‘ভুলচুক মাফ’ আর মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন! দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বড়পর্দায় মুক্তির থেকে সরিয়ে ছবিটি সরাসরি মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে — আগামী ১৬ মে।

 

এক যৌথ বিবৃতিতে ম্যাডক্স ফ্লিমস এবং অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ও সারা দেশে নিরাপত্তার উচ্চ সতর্কতার কথা মাথায় রেখে আমরা আমাদের পারিবারিক বিনোদনমূলক ছবি 'ভুলচুক মাফ' সোজা আপনাদের ঘরে নিয়ে আসছি, ১৬ মে থেকে, অ্যামাজন প্রাইম ভিডিও -তে। প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু দেশের মঙ্গলই সবার আগে। জয় হিন্দ!”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Maddock Films (@maddockfilms)