সংবাদসংস্থা মুম্বই: করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-এর মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা। এরপর ছবি, সিরিজের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু শুরুতে বলিপাড়ায় যাত্রা সহজ ছিল না চাঙ্কি-কন্যার। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি ছোটবেলায় খুব একটা বাবা চাঙ্কির সিনেমার সেটে যেতেন না। তাই সিনেমা নির্মাণ সম্পর্কে খুব একটা জ্ঞানও ছিল না তাঁর। তাই প্রথম সিনেমার সময় বেশ সমস্যাতেও পড়তে হয়েছিল তাঁকে, কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে প্রথমবার ক্যামেরার সামনে আসা।
গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখার পর থেকে কীভাবে বারংবার ছোট স্তনের কারণে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনন্যা পাণ্ডে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বারবারই তাঁর শরীর নিয়ে শুনতে হত অশালীন মন্তব্য। কটাক্ষকারীরা বলতেন তাঁর স্তন নাকি চোখে পড়ার মতো নয়। সেই সময় কেউ পরামর্শ দিতেন ওজন বাড়ানোর। কেউ আবার কসমেটিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য বাড়ানোর পরামর্শও দিতেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, "শুধু কি স্তন কিংবা কোমরের মাপেই আটকে আছে আমার পরিচয়? এর বেশি কী কিছুই বৈশিষ্ট নেই আমার? আমার মনে হয় কাউকে তাঁর শরীর দিয়ে বিচারের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।"
