সংবাদ সংস্থা মুম্বই: ৪৬ বছর বয়স! শুনলেই চোখ কপালে তুলবেন অনেকেই, কারণ সম্প্রতি প্রকাশিত একটি ম্যাগাজনেরন প্রচ্ছদে যেভাবে ধরা দিলেন, নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী বিদ্যা বালান, তা দেখে নেটপাড়া বাকরুদ্ধ।  এই কভার শুটে বিদ্যাকে দেখা গেল এক চোখ ঝলসে দেওয়া লুকে—গাঢ় লাল গাউনে, ডিপ নেকলাইনে, হালকা গয়না, আর নতুন হেয়ারস্টাইলে যেন সময়কে পিছিয়ে দিলেন তিনি!


 “যে ঝড়কে উপেক্ষা করা যায় না” — ঠিক যেমন তিনি বরাবরই ছিলেন, একজন নারী অভিনেত্রী যিনি পুরুষ-নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন, বারবার।এই ছবির মাধ্যমে যেমন বিদ্যার গ্ল্যামারাস রূপের পুনরাবিষ্কার হল, তেমনি উঠে এল আলোচনা এবং বিতর্কের ঝড়।

 

আরও পড়ুন: শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?

ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়— “ওহ বাপ্ রে! কী লাগছে বিদ্যাকে!”, “এরকম আরও লুক বিডিআর ট্রাই করা উচিত!” “ চেহারা থাকুক ন্যাচারাল কিন্তু মুখেচোখে ফিলার্স ব্যবহৃত হোক। পার্ফেক্ট সৌন্দর্য!” কেউ কেউ বলেন, “বর্তমান নেপোটিজম তারকারা বিদ্যার থেকে স্টাইলিং টিপস নিক, সবাই তো দেখতে একই রকম!”

 

তবে এর মধ্যেই দেখা গেল একাংশের কটাক্ষও। পাশাপাশি উঠেছে সমালোচনার ঝড়ও - ‘বডি পজিটিভিটি’র আদর্শ কি বদলে গেল?’ কেউ কেউ বিদ্যার অতীত মন্তব্য টেনে আনলেন— “একসময় বলতেন, মেয়েদের মোটা শরীরই আসল আকর্ষণ, এখন নিজেই কমিয়ে ফেললেন!”
“বডি পজিটিভিটির মুখ হয়ে এমন ট্রান্সফর্মেশন? কী বলব এখন…”অনেকে এটাকে দ্বিচারিতা বলেও ব্যাখ্যা করেছেন—যদিও অভিনেত্রী নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Peacock Magazine (@thepeacockmagazine_)