প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর নামে কেনা চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের একটি ফার্মহাউস ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রযোজক বনি কাপুর অভিযোগ করেছেন, এক মহিলা ও তাঁর দুই ছেলে জাল উত্তরাধিকার সনদ ব্যবহার করে সম্পত্তির মালিকানা দাবি করছেন। এই অভিযোগ নিয়েই তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন।

 


আদালতে জমা দেওয়া পিটিশনে বনি কাপুর জানান, তাঁর স্ত্রী শ্রীদেবী ১৯৮৮ সালের ১৯ এপ্রিল সেই জমিটি কিনেছিলেন। এবং সেই সময় থেকে সম্পত্তিটি তাঁদের পারিবারিক দখলে রয়েছে। তিনি আরও জানান, জমিটি পূর্বে এমসি সামবান্দা মুদালিয়ার নামে নিবন্ধিত ছিল, যাঁর তিন পুত্র ও দুই কন্যা। ১৯৬০ সালের ১৪ ফেব্রুয়ারি পারিবারিক সমঝোতার ভিত্তিতে সম্পত্তি ভাগাভাগির একটি চুক্তি করা হয়।

 


সেই চুক্তির ভিত্তিতেই শ্রীদেবী জমিটি কেনেন এবং সব আইন মেনে কেনা হয়। দলিলও সেই মর্মে তৈরি করা হয়। তবে সম্প্রতি তিনজন ব্যক্তি দাবি করছেন যে, তাঁরা মুদালিয়ারের তিন পুত্রের মধ্যে একজনের দ্বিতীয় স্ত্রী ও তাঁর দুই সন্তান, এবং সেই সূত্রে সম্পত্তির অংশীদার।

 

আরও পড়ুন: আসছে দেশের বিপুল বিতর্কিত উকিলের বায়োপিক, মুখ্যচরিত্রে রাজকুমার রাও–ওয়ামিকা গাব্বি!

 

এই দাবির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তি দিয়েছিলেন যে লোকটির প্রথম স্ত্রী ১৯৯৯ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কথিত দ্বিতীয় বিবাহ তাই আইনত অবৈধ। বনি তাম্বারাম তালুক তহসিলদারের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন, যিনি তিনজনকে আইনি উত্তরাধিকার শংসাপত্র জারি করেছিলেন। তিনি আদালতকে সার্টিফিকেট বাতিল এবং মালিকানা হস্তান্তর রোধ করার আহ্বান জানান। 

 

এ প্রসঙ্গে আদালত স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে, সংশ্লিষ্ট তাহসিলদারকে বলা হয়েছে এই ভুয়া উত্তরাধিকার সনদ যাচাই করে রিপোর্ট দিতে। আদালত স্পষ্ট করেছে, বৈধ কাগজপত্র ও রেকর্ড যাচাই ছাড়া কোনও পক্ষ জমির মালিকানা দাবি করতে পারবে না। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ তাম্বারাম তহসিলদারকে বিষয়টি পর্যালোচনা করে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 


শ্রীদেবীর এই ফার্মহাউসটি শুধু একটি সম্পত্তি নয়, বরং তাঁর পরিবারের কাছে আবেগের প্রতীক। দীর্ঘদিন ধরে এই বাড়িটি অভিনেত্রীর স্মৃতি বহন করছে। তাই পরিবারের দাবি—এটি নিয়ে অনৈতিকভাবে কারও মালিকানা চাপানোর চেষ্টা হলে তা যে কোনও মূল্যে রুখে দেওয়া হবে। এই বাড়িতেই ছোটবেলা কেটেছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপু রের।এই বাড়িতে শ্রীদেবী ও তাঁর পরিবারের অনেক ছবি রয়েছে। সেই ছবিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে জাহ্নবীর ছোটবেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে শ্রীদেবী বাছাই করে অন্দরসজ্জার জিনিস কিনে এই বাড়িটি সাজিয়েছিলেন। 

 


বর্তমানে মামলাটি নিয়ে চেন্নাইয়ে জোর আলোচনা চলছে। বনি কাপুর স্পষ্ট জানিয়েছেন, আইনত ও নৈতিকভাবে এই সম্পত্তি তাঁর পরিবারের। আদালতের রায়ের দিকেই এখন সবার নজর।