নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল জন ভট্টাচার্যর। এরপর বড়পর্দায়ও বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন জন। 'খাদান'-এ দেবের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি। প্রশংসিত হয়েছিলেন দর্শক মহলে।
রামকমল মুখোপাধ্যায়ের 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবিতেও কাজ করেছেন জন। ছবিতে রাজনন্দিনী পালের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। যদিও ছবির শুটিং ও ডাবিং শেষ হলেও এখনও মুক্তি পায়নি এই ছবি। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর।
সূত্রের খবর, কয়েকদিন আগে থেকেই টিনসেল টাউনে আনাগোনা করতে দেখা যাচ্ছে জনকে। এবার নাকি হিন্দি সিরিজে দেখা যেতে চলেছে অভিনেতাকে। শুধু জল্পনাই নয়, এ খবর সত্যিই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের একটি রোমাঞ্চকর সিরিজে দেখা যাবে জনকে। তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনও রহস্যের আড়ালে। জন ছাড়াও এই সিরিজে দেখা যেতে পারে টলিপাড়ার আরও কয়েকজন তারকাকে।
যদিও এই সিরিজ জুড়ে থাকবে বলি তারকাদের আধিক্য। এই মুহূর্তে নতুন কাজ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জন। তবে জানা যাচ্ছে, চলতি বছর জুলাইয়ের শেষেই মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিরিজটি।
