নিজস্ব সংবাদদাতা: থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয় অভিনেত্রী রায়তী ভট্টাচার্যের। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন বিষয়ে মন্তব্য করায়, নেটিজেনদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। এরপর শুরু হয় তাঁর বাংলা ছবির জগতে পথ চলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনীত 'শেষপাতা' দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিতে রায়তীকে অন্যভাবে চিনেছিলেন দর্শক। 

 

 

 

এরপর একে একে ছবি ও সিরিজের মাধ্যমে বিনোদন জগতে তাঁর এগিয়ে চলা‌। এবার রায়তী পরিচালকের আসনে। আগে নিজের পরিচালনায় কাজ করলেও এবার গুছিয়ে নিয়েছেন আগের থেকে। নিজের পরিচালনায় রায়তী তৈরি করেছেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি‌। নাম 'অসমাপ্ত'। এই ছবিতে নিজেই অভিনয় করেছেন তিনি। সাত মিনিটের এই ছোট ছবিটির ক্যামেরা থেকে এডিট সবটাই একা হাতে সামলেছেন অভিনেত্রী। মোবাইল ফোনেই হয়েছে শুটিং। ছবির গল্পে এক বন্ধুত্বের জটিলতাকে ফুটিয়ে তুলেছেন তিনি। গল্পে তাঁর চরিত্রের নাম 'শ্রীতমা'। 

 

আরও পড়ুনঃ জীবন সংকটে 'ময়ূখ!' কার চক্রান্তে ঘোর বিপদে 'পুতুল'-এর সংসার? কী হতে চলেছে আগামী পর্বে?

 

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম তম বর্ষে মনোনয়ন পেয়েছে রায়তীর এই ছোট ছবিটি। ১৩ জুলাই নন্দন ৩-এ প্রদর্শিত হবে 'অসমাপ্ত'। 

 

 

 

পরিচালনায় পদার্পণ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রায়তী ভট্টাচার্য বলেন, "অভিনয়ের পাশাপাশি পরিচালনায় বরাবরই আগ্রহ ছিল। একদিন নিজের খেয়ালে তৈরি করে ফেলি এই ছোট ছবিটি। কয়েকজনকে যখন দেখাই, তখন তাঁদের থেকে আশ্বাস পাই যে এটা ফেস্টিভ্যালে দেওয়া যেতে পারে। তাই সাহস করে এগিয়ে যাই। আসলে একাই কাজ করে অভ্যস্ত, তাই এই কাজের ক্ষেত্রে নতুন করে ভয় পাইনি। বরং কাজ করতে সুবিধাই হয়েছে‌। আসলে একটু গুছিয়ে কাজ করলে সত্যিই কিন্তু একটা ফোনেই সবকিছু করা যায়।"

 

 

 

পাকাপাকিভাবে পরিচালনায় আসার ইচ্ছে আছে? একটু হেসে রায়তীর জবাব, "এখন তো সবে শুরু। একটা সিঁড়ির ধাপও পেরোতে পারিনি। তবে অবশ্যই ইচ্ছে আছে বড় ছবির পরিচালনা করা। যেহেতু আমি লেখালেখি করি, তাই আমার গল্পের উপরেই ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে।"

 

 

 

প্রসঙ্গত, ছবির জগতে বিভিন্ন ধাঁচ এখন চোখে পড়ার মতো। চেনা ছকের বদলে এখন নজর কাড়ছে বাস্তবের কাহিনি নিয়ে তৈরি ছবি। তাই সেই ধারায় এগিয়ে চলছেন টলিউডের পরিচালকরা। এবার এই দলে নাম লেখালেন দেয়ালী মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে বাস্তবতার প্রেক্ষাপটে এক ছবি। নাম 'নতুন গুড়'।

 

 

 

 

নামের মতোই মিষ্টি প্রেম ফুটে উঠবে ছবির গল্পে। মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত ও রায়তী ভট্টাচার্যকে। সূত্রের খবর, বছরের প্রতিটি মরশুমকে সাক্ষী রেখে তৈরি হচ্ছে এই ছবি। তাই বছরভর চলছে শুটিং। জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া সম্পর্কের বন্ধনের গল্প বলবে এই ছবি। কঠিন বাস্তবের ভিড়ে এখন ফিকে হয়ে এসেছে ছিমছাম ভালবাসা। সেই সহজ প্রেমের ছবিই ফুটে উঠবে গল্পে। অনিন্দ্য-রায়তি ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খ্যাতনামা তারকাদের। এই ছবির মাধ্যমেই প্রথম পূর্ণদৈর্ঘ্যর ছবিতে পরিচালনায় অভিষেক হতে চলেছে দেয়ালী মুখোপাধ্যায়ের। তাই বলাই যায়, নিজের পরিচালনার পাশাপাশি, আরও এক নতুন চরিত্রে দর্শক দেখতে চলেছেন রায়তীকে।