নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'দুই শালিক' দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। সেই সঙ্গে মন জয় করেছিলেন ধারাবাহিকের মুখ্য দুই নায়িকাও। গল্পে 'ঝিলিক'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নন্দিনী দত্ত। ধারাবাহিকে তাঁর 'জুডো ঝিলিক' অবতার আজও পছন্দের তালিকায় রয়েছে দর্শকের। 

 

 

 

 

এই মেগা শেষ হতেই তাই নন্দিনীর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। আর অপেক্ষা নয়, আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। নতুন রূপে, নতুন কাজ নিয়ে আসছেন জি বাংলার পর্দায়। অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিকেই দেখা যাবে নন্দিনীকে। তাঁর সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে।

 

 

 

সূত্রের খবর, এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প। নন্দিনী-সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও আরও একজন নায়ক। জানা যাচ্ছে, গল্পের মোড়ে নন্দিনী ও সাইনার মাঝে দোটানায় পড়বেন সোমরাজ। খুব তাড়াতাড়ি প্রোমো শুটিং হবে এই ধারাবাহিকের। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা।