নিত্য নতুন গল্পের ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে সমাজচিত্র। পারিবারিক কূটকাচালি নিয়েই এগোয় এখন ধারাবাহিকের গল্প। বহু বিবাহের রেশ টেনে এনে জায়গা করে নেয় সাংসারিক অশান্তির কাহিনিও। তবে এবার দর্শকের নজর কাড়তে আসছে এক রূপকথার গল্প। রাজা-রানী-রাজকন্যা আর রাজপাটের কাহিনি নিয়ে আসছে এক ধারাবাহিক। নিবেদনে সান বাংলা। প্রযোজনায় ফোর্থ ডায়মেনশন।
সান বাংলার পর্দায় এর আগেও দর্শক বহু রূপকথার গল্প দেখেছেন। আর তা বরাবরই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গল্পের হাত ধরে দর্শকও পাড়ি দিয়েছেন সেই রূপকথার রাজ্যে। এবার দর্শক দেখবেন রাজকন্যা রূপমতীর গল্প। কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে ধারাবাহিকের নাম 'রূপমতী'।
গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রাণী জটিলার।
রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান।
'রূপমতী'র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে পেতে চলেছেন। আজকাল ডট ইন-কে জয়িতা বলেন, "এই চরিত্রটায় আমাকে বেছে নেওয়ার জন্য প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এই গল্প শুধু রূপকথার নয়। এই গল্প দর্শককে এক নারীর জীবনযুদ্ধের দিককেও দেখাবে। রূপমতী এমন একজন নারী যাকে আমরা এক কথায় দশভূজা বলি। এই চরিত্রটা তাই আমার কাছে খুব কাছের। শুধু রূপকথার রাজকন্যা নয়, এই চরিত্রটার মতো অদম্য প্রাণশক্তি যেন প্রতিটা মেয়ের মধ্যে থাকে, সেই কামনাই করি। দর্শকের আশীর্বাদে আজ মুখ্য চরিত্রে অভিনয় করছি। এগিয়ে যাওয়ার পথেও দর্শকের শুভ কামনার আশায় রইলাম।"
নায়িকার চরিত্রটি সামনে এলেও নায়কের চরিত্রে কে থাকছেন, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের তোরজোড়। সেপ্টেম্বরেই সান বাংলায়আসতে চলেছে ধারাবাহিকটি।
