নিজস্ব সংবাদদাতা: মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই। তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা।
 
 এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতা, পরিচালক সৌরভ চক্রবর্তী। তাঁর প্রযোজনা সংস্থা 'ট্রিকস্টার প্রোডাকশন হাউজ'-এর ব্যানারে আসছে এই মাইক্রো সিরিজটি। 
সৌরভের পরিচালনায় ও প্রযোজনায় এবার পর্দায় ফুটবে এক অন্যরকম প্রেমের গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস ও রূপসা চট্টোপাধ্যায়। তিন তারকাকে নিয়ে কি তবে ত্রিকোণ প্রেমের গল্প বুনবেন সৌরভ? যদিও এখনও পর্যন্ত তা খোলসা নয়।
 
 বিশ্বরূপকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'গৌরী এলো'র 'ঈশান'-এর চরিত্রে। রুক্মিণী মৈত্রর বিপরীতে 'হাঁটি হাঁটি পা পা' ছবিতেও অভিনয় করেছেন বিশ্বরূপ। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'আমার বস'। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস। অন্যদিকে, মা হওয়ার পর কাজে ফিরলেন রূপসা। জানা যাচ্ছে, এই মাইক্রো সিরিজের গল্পে থাকবে দারুণ চমক। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। খুব তাড়াতাড়ি জি ফাইভে আসছে এই নতুন ঘরানা।
