ছোটপর্দা থেকে বড়পর্দায় শুধু পরিচিত নয়, অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। বহু বছর ধরে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ঝুলিতে রয়েছে একাধিক মেগা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বসেছেন ক্যামেরার পিছনেও। এর আগে পরিচালনা করেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি 'কালী কথা কলিকাতা'। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে ছবি। ওই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছে রিজওয়ানকেই। বিপরীতে আলেকজান্দ্রা টেলর।
এবার রিজওয়ান নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় পরিচালনা। স্বল্প দৈর্ঘ্যর ছবি থেকে এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে এগোতে চলেছেন তিনি। ইতিমধ্যেই চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রিজওয়ান। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "আমি বরাবরই বড্ড প্রেম আর বাস্তবধর্মী ছবির প্রতি নিজের টান অনুভব করি। তাই নিজের দ্বিতীয় পরিচালনায় এমন কিছুই তুলে ধরব বলে ঠিক করেছি।"
রিজওয়ানের কথায়, "এই ছবিতে শুধু প্রেম থাকবে না। সমাজের নানা ছবিও ফুটে উঠবে। দু'জন মানুষের জীবন এক পথে মিলতে গেলে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাধা পেরোতে হয়, সেই গল্পও বলবে এই ছবি। খুব সাদামাটা, অথচ দর্শকের মনের কাছাকাছি পৌঁছনোর জন্য তৈরি হবে ছবিটি। তবে প্রথমেই বলে রাখি, ফেস্টিভ্যাল ঘেঁষা ছবি বানাচ্ছি মানে কিন্তু এমন নয় যে, সব ধরনের দর্শক জন্য এ ছবি নয়। আমার মতে সব ধরনের রুচিসম্মত দর্শকের ভাল লাগবে আমার আগামী ছবিটি।"
আরও পড়ুন: বলিউডে পাড়ি দিলেন তানিষ্কা! মাঝপথেই কি শেষ হচ্ছে 'কুসুম'?
তিনি আরও বলেন, "এখন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শুটিং ফ্লোরে কবে যাব, এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। তবে ভাবনাচিন্তা চলছে। এবারও নায়কের চরিত্রে নিজেকেই ভেবেছি। কারণ, গল্পটা নিয়ে যখন ভাবছিলাম, তখন আমাকে নিয়েই এগিয়েছি। যদিও শুটিংয়ের আগের মুহূর্তে পরিচালনা এবং অভিনয় দুটো একসঙ্গে না সামলাতে পারলে অবশ্যই অন্য কারওর কথা ভাবব মুখ্য চরিত্রে।"

রিজওয়ানের নায়িকার চরিত্রে কি ছোটপর্দার কাউকে দেখবেন দর্শক? প্রশ্ন শুনেই অল্প হেসে রিজওয়ানের জবাব, "হ্যাঁ, হতেই পারে। আমি তো বরাবরই বলে এসেছি ছোটপর্দার মতো জনপ্রিয়তা কোথাও পাওয়া যায় না। এখন তো প্রযোজকরা একদম নতুন মুখের বদলে বরং ছোটপর্দার পরিচিত মুখদের খুঁজে নিচ্ছেন। তাই আমার ছবির নায়িকার চরিত্রে মানানসই অভিনেত্রী ছোটপর্দা থেকেও হতে পারেন। কয়েকজনের নাম মাথায় আছে যদিও। যখন ফ্লোরে যাব, সেই সময় তাঁদের ডেট দেখে তারপর বাকি কথা এগোবে।"
এদিকে, কথাবার্তা চলছে রিজওয়ানের বেশ কিছু ছবিরও। সঙ্গে চলছে দ্বিতীয় পরিচালনা নিয়ে ভাবনাচিন্তাও। সব মিলিয়ে এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা।
