নিত্য নতুন গল্পের ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে সমাজচিত্র। পারিবারিক কূটকাচালি নিয়েই এগোয় এখন ধারাবাহিকের গল্প। বহু বিবাহের রেশ টেনে এনে জায়গা করে নেয় সাংসারিক অশান্তির কাহিনিও। তবে এবার দর্শকের নজর কাড়তে আসছে এক অন্যরকম গল্প। নাম 'সোহাগে আদরে'। নিবেদনে সান বাংলা।
এই গল্পটি সোহাগ নামে এক নিঃস্বার্থ তরুণীর জীবনকে ঘিরে, যার জীবন অপ্রত্যাশিতভাবে মোড় নেয় যখন তাকে জোর করে সূর্যের সাথে বিয়ে দেওয়া হয়। সূর্য একজন ব্যবসায়ী যার মায়ের প্রতি গভীর ক্ষোভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এগোয় তাদের প্রেম। এদিকে শুরু হয় পারিবারিক দ্বন্দ্বও।
সোহাগের পবিত্র হৃদয় এবং যত্নশীল স্বভাব তাকে তার পরিবারের স্তম্ভ করে তোলে, যার জন্য সে যে কোনওকিছু করতে প্রস্তুত। সূর্য একটি জটিল চরিত্র—মূলত তার একটা বেদনাদায়ক অতীত রয়েছে। বিশেষ করে তার মায়ের সঙ্গে তার টানাপোড়েনের কারণে। কী হবে সোহাগ ও সূর্যের ভবিষ্যৎ? সেই উত্তর দিতে আসছে এই মেগা।

'সোহাগে আদরে' ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা হালদার 'সোহাগ'-এর ভূমিকায় অভিনয় করেছেন। এবং 'সূর্য'র চরিত্রে শুভরঞ্জন মুখোপাধ্যায়।

অরুণিমাকে দর্শক এর আগে 'কাছে আয় সই', 'মন দিতে চাই', 'কাজল নদীর জলে'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখেছেন। এছাড়াও 'বেলাশেষে', 'বেলাশুরু'র মতো ছবিতে ও ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অরুণিমা।
আজকাল ডট ইন-কে অরুণিমা নতুন এই চরিত্র নিয়ে বলেন, "সোহাগ নামের সঙ্গে এই চরিত্রটির খুব মিল রয়েছে। এই মেয়েটি খুব তাড়াতাড়ি অন্যকে আপন করে নিতে পারে। পরিবারের জন্য স্বার্থ ত্যাগ অনেকেই করেন, তবে সোহাগ নিজের কথা প্রায় ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের জন্য দিন যাপন করে। তবে এই মেয়েটির মধ্যে প্রতিবাদী সত্তাও রয়েছে। কেমন হবে সোহাগের জার্নি, তা দেখার জন্য তো অবশ্যই এই ধারাবাহিক দেখতে হবে।"
এতদিন অরুণিমাকে পর্দায় দারুণ ভালবাসা দিয়েছেন দর্শক। এবার নতুন নায়কের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কতটা মন জয় করতে পারবে দর্শকের সেটাই দেখার। খুব তাড়াতাড়ি সান বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই মেগা। ইতিমধ্যেই চলছে শুটিং।তবে এই মুহূর্তে সম্প্রচারের দিনক্ষণ সামনে আসেনি।
