নিজস্ব সংবাদদাতা: পরিচালক রণরাজের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। গল্পে সোহম-প্রিয়াঙ্কার প্রেমের মাঝে তৃতীয় ব্যক্তি হবেন অভিনেতা দেবাশিস মন্ডল। বহুদিন পরে প্রেমের ছবিতে দেখা যেতে চলেছে দেবাশিসকে। এই মুহূর্তে কলকাতায় চলছে শুটিং। আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে 'সে তো আজও বোঝে না'।
নিজের চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে দেবাশিস বলেন, "গ্রাম থেকে শহরে এসে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করে নেয় এই চরিত্রটি। এর মাঝে প্রিয়াঙ্কার প্রতি তৈরি হয় একটা ভাললাগা। কিন্তু সেটা চিরস্থায়ী হয়না। সোহমের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। তাই একাই নিজের লক্ষ্যে এগিয়ে চলে। অন্যদিকে, একজন সাংবাদিকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় আমার অভিনীত চরিত্রটির। সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে। গল্পটা খুব সাধারণ হলেও একটা ভাললাগা রয়েছে। এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি। তাই নিজেকে এই ভূমিকায় পর্দায় দেখার জন্য খুব উত্তেজিত।"
'কলকাতার হ্যারি'র পর ফের জুটি বাঁধতে দেখা যাবে সোহম-প্রিয়াঙ্কাকে। এখন সব মাধ্যমে রহস্য-রোমাঞ্চের রমরমার মধ্যে প্রেমের গল্প প্রায় ভুলতেই বসেছেন দর্শক। তাই শর্তহীন ভালবাসার গল্প বলতে আসছে রণরাজের দ্বিতীয় ছবি। কলকাতার নানা জায়গায় শুটিং হবে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ মুক্তি পাবে ছবিটি।
