নিজস্ব সংবাদদাতা: অভিনেতা-অভিনেত্রীরা দর্শকের বিনোদনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান তাঁদের অভিনয়ের মাধ্যমে। এদিকে, তারকাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতেও ছাড়েন না অনুরাগীরা। অনুরাগীদের জন্য নিরাপত্তার অভাবেও ভুগছেন অনেক তারকা। এবার অনুরাগীর 'অতি ভক্তি'র জন্য বিপাকে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সদ্যই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন তিনি। এর মাঝেই বিপদে অভিনেত্রী।

 

 

এক যুবকের কার্যকলাপে নাজেহাল অভিনেত্রী। সমাজমাধ্যমে মুখ খুলেছেন তিনি। দেবচন্দ্রিমার কথায়, "এক যুবক প্রায় এক বছর ধরে বিভিন্নভাবে বিরক্ত করছে। কখনও আমার বাড়ি চলে আসছেন। কখনও আমার ডিজাইনার, কখনও কর্ম সহায়িকার সঙ্গে যোগাযোগ করে আমার সম্পর্কে অদ্ভুত মন্তব্য করছেন। এর জেরে অত্যন্ত অস্বস্তিতে রয়েছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।" 

 

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী খোলসা করে বলেন, "আমি কী ধরনের পোশাক পরব, সেই নিয়েও মন্তব্য করেন ওই যুবক। আমাকে ভালবেসে নাকি এসব করছেন বলেও জানান। তবে এটা ভালবাসা নয়। যুবক মানসিক রোগে আক্রান্ত বলে মনে হয়। এছাড়াও এটা কোনও চক্রান্ত হতে পারে। কারণ আমার এত কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করা কোনও সাধারণ অনুরাগীর পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই আমার চেনা কেউ এই কাজের সঙ্গে যুক্ত। নিরাপত্তাহীনতায় ভুগে এই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। এরপরও যদি সমস্যা হয়, এই চিন্তা চলছে সারাক্ষণ।"