টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

ঐশ্বর্যর পক্ষে রায় দিল আদালত 


অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবার দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টে। তিনি একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছেন হাইকোর্টে। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব ব্যবহার করছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রীর ছবি ও অশ্লীল ভিডিও বানানো হচ্ছে। এতে তাঁর সম্মান ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ঐশ্বর্য রাই বচ্চনের পক্ষে রায় দিয়ে দিল্লি উচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে বিনা অনুমতিতে অভিনেত্রীর নাম-ছবি ব্যবহার করা যাবে না। এতে অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘন হতে পারে কিংবা ভাবমূর্তি নষ্ট হতে পারে। মামলার শুনানিতে বিচারপতি তেজস কারিয়া কৃত্তিম বুদ্ধিমত্তার অপব্যবহারের কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত, এআই-এর সাহায্যে তৈরি অন্তরঙ্গ ছবি ভাইরাল করার অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এদিন সেকথা উল্লেখ করেই ঐশ্বর্যর নাম-ছবি ব্যবহারে বেশ কয়েকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাই কোর্ট।ভবিষ্যতে কোনও বাণিজ্যিক সংস্থা ঐশ্বর্য রাই বচ্চনের নাম কিংবা তাঁর সংক্ষিপ্তরূপ 'এআরবি' অথবা ছবি-ভিডিও কিছু ব্যবহার করতে পারবে না।

 

প্রেমে পড়লেন এলভিশ-জান্নাত?

 

ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদব আবারও আলোচনায়। সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেত্রী জান্নাতের সঙ্গে কিছু রোমান্টিক ছবি ভাগ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “তোমার হৃদয়ে অধিকার শুধু আমারই।” আর এতেই জল্পনা তুঙ্গে যে, তবে কি এলভিশ আর জান্নাত প্রেম করছেন? সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছে। কেউ কেউ বলছেন, এসব আসলে প্রচারণার অংশ, কারণ এলভিশ ও জান্নাত দু’জনেই নতুন একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করছেন। খবর অনুযায়ী, তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে— “এলভিশ আর জান্নাতের ডেটিংয়ের খবর একেবারেই ভিত্তিহীন। এ সব কেবল ভক্তদের কল্পনা ও গুঞ্জন।” তবুও এলভিশের পোস্টের পর থেকেই দুই তারকার অনুরাগীরা ব্যাপক আলোচনায় মেতে উঠেছেন। কারও মতে, এটা শুধুই বন্ধুত্ব ও কাজের প্রয়োজনে তৈরি করা কনটেন্ট; আবার কারও মতে, সম্পর্কের ইঙ্গিত লুকিয়ে আছে ওই ছবিগুলোর মধ্যেই।

 

আরও পড়ুন: ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেন মনোজ বাজপেয়ী? অভিনেতার গোপন কীর্তি ফাঁস করলেন স্ত্রী শাবানা

 

দুর্ঘটনার কবলে করিশ্মা!

 

চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম অভিনেত্রী করিশ্মা শর্মা। 'রাগিনী এমএমএস', 'উজরা চমন', 'হাম' এবং 'পেয়ার কা পাঞ্চনামা'-এর মতো ছবিতে অভিনয় করা এই নায়িকাকে নিয়ে এমনই একটি হাড়হিম করা খবর সামনে এসেছে। মুম্বইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন অভিনেত্রী। করিশ্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে দুর্ঘটনার খবর ভাগ করেছেন। এই খবরে উদ্বিগ্ন অভিনেত্রীর অনুগামীরা। তিনি বলেন, "গতকাল চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথে আমি শাড়ি পরে ট্রেন ধরার সিদ্ধান্ত নিই। ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনের গতি বাড়তে শুরু করে এবং আমি লক্ষ্য করলাম যে আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ মারি এবং দুর্ভাগ্যবশত আমার পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।" এই মুহূর্তে চিকিৎসাধীন অভিনেত্রী। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে খবর।‌