নিজস্ব সংবাদদাতা: পুজোর গন্ধ ছড়িয়েছে চারপাশে। আর সেই গন্ধে এখন মেতে উঠেছে জলসা পরিবারও। স্টার জলসায় আসছে 'পুজোর সবচেয়ে বড় জলসা'। নাচে, গানে আগমনীর সাজে সেজে ওঠার বার্তা দেবে তারকারা।
স্টার জলসার ধারাবাহিকের সেরা জুটিদের সঙ্গে এই সেলিব্রেশনে মেতে উঠবেন টলিউডের সুপারস্টার দেবও। সঙ্গে মন মাতানো গানে থাকবেন নন্দী সিস্টারস, শোভন গঙ্গোপাধ্যায়, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, অনিক ধরের মতো বিশিষ্ট তারকারা।
পছন্দের জুটিদের আরও একবার পর্দায় রোম্যান্স করতে দেখবেন দর্শক। থাকছে আরণ্যক-রোশনাই, গীতা-স্বস্তিক, গৌরী-রুদ্র, অভিকা-অর্কপ্রভ, সুধা-তেজ, কথা-এভি, দীপা-সূর্য, পূজারিণী-মহারাজ, চিনি-দ্রোণ এবং পেখম-আবির।
জলসার মঞ্চে কোন জুটি হবে সেরার সেরা? উত্তর মিলবে ২৯ সেপ্টেম্বর, রাত ন'টায়, স্টার জলসার পর্দায়।
পুজোর আমেজে দর্শক মেতে উঠবেন জলসার পরিবারের সঙ্গে। ধারাবাহিকের কাহিনি যেমনই হোক, নায়ক-নায়িকার মধ্যে যেমনই রসায়ন থাকুক। 'পুজোর সবচেয়ে বড় জলসা'য় এক হবে সব জুটি। একে অপরের সঙ্গে হাত মিলিয়ে জমিয়ে দেবে আসর।
