বক্সঅফিসে বেশ ভালই ফল করেছে 'রঘুডাকাত'। রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে এই ছবি এবার পাড়ি দিল বিদেশে। এর আগেও নিজের ছবি নিয়ে দেশের বাইরে গিয়েছেন দেব। এবারেও সেই ধারা অব্যাহত। নায়কের এবারের গন্তব্য দুবাই। সেখানেই হবে ছবির প্রিমিয়ার। তবে এই যাত্রায় দেবের সহযাত্রী তাঁর গোটা পরিবার। রয়েছেন বাবা-মা ও বোনও। সমাজমাধ্যমে পরিবারের সঙ্গে ছবি ভাগ করেছেন দেব নিজেই। একই সঙ্গে বিমানের অভিজ্ঞতার ঝলকও ভাগ করে নিয়েছেন নিজেই।
দেবের ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের তরফেই দেওয়া হয়েছে 'ওয়েলকাম ডেসার্ট'। সেখানে লেখা, 'তোমায় স্বাগত দেব। স্বাগত রঘুডাকাত'। বাবা-মা, বোনের ছবিও ভাগ করে নিয়েছেন দেব নিজেই। কিন্তু এই যাত্রাতেও দেবের পাশে নেই রুক্মিণী মৈত্র। গত কয়েকদিন ধরেই দেবের সঙ্গে রুক্মিণীকে খুঁজেও পাচ্ছেন না অনুরাগীরা।
আগে দেবের ছবির প্রচারের সঙ্গী হতেন রুক্মিণী। 'ধূমকেতু' মুক্তির সময়ও সঙ্গে ছিলেন নায়িকা। তবে 'রঘু ডাকাত'-এর প্রচারে এক ঝলকও দেখা মেলেনি দেবের চর্চিত প্রেমিকার। তবে কি দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? টলিপাড়ার অন্দরের খবর, এই মুহূর্তে টিনসেল টাউনে নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এমনকী এ বছর পুজোর পরে প্রতিবারের মতো ঘুরতেও যাননি তাঁরা। তবে দেবের সঙ্গে মান-অভিমানের পালা মিটলে যে আবারও একসঙ্গে ধরা দেবেন জুটিতে, এই খবরে নিশ্চিয়তা খুঁজে পাচ্ছেন না অনুরাগীরা।

এর আগে 'রঘু ডাকাত'-এর শুটিং চলাকালীন টলিপাড়ায় ভেসে এসেছিল দেব-রুক্মিণীর দূরত্বের কথা। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল, দেব নাকি তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। তবে সেই জল্পনায় জল ঢেলে আবারও একসঙ্গে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী। কিন্তু এবার কী হল? দু'জনের দূরত্বের খবরে যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সরাসরি কিছু জানাননি তাঁরা।
আরও পড়ুন: স্টার জলসায় ফিরলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, নতুন চরিত্রে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?
২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। এর আগে নায়কের প্রায় সব ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে। কিন্তু এই ছবির ব্যাপারে নায়িকার একেবারে নির্লিপ্ত থাকা দর্শকমনে তৈরি করেছে নানা ধরনের প্রশ্ন। নায়ক–নায়িকা পরস্পরের যে কোনও কাজে সব সময়ে পাশে থাকেন। তাই এবার প্রচারে কিংবা বিদেশ যাত্রায় রুক্মিণীর অনুপস্থিতি তৈরি করেছে হাজার প্রশ্ন।
