নিজস্ব সংবাদদাতা: এবার অন্য অবতারে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ারের সঙ্গে জুটি বেঁধে আনছেন 'লিখন তোমার'।

'লিখন তোমার'-এ 'লাভ লেটার' উপন্যাসের আদলের সঙ্গে যোগ হয়েছে রবীন্দ্রনাথের লেখা। প্রেমের চিঠির রেশ রেখে এই অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন পরিচালক রাজর্ষি দে। 

অনুষ্ঠান প্রসঙ্গে, আজকাল ডট ইন-কে দেবলীনা বলেন, "আমার আর মনোজদার একটা ব্র্যান্ড শুরু করেছি, যার নাম 'আমোদিনী'। এই ব্র্যান্ডের প্রথম সংযোজন, 'লিখন তোমার'। নাচ, গান, পাঠের মাধ্যমে প্রেমের এক অন্য দিক উপভোগ করবেন দর্শক।"

দেবলীনার কথায়, "রবীন্দ্রনাথ মানেই প্রেম। আর তার সঙ্গে জুড়েছে রাজর্ষিদার লেখা। আমি বরাবরই নতুন কিছু দর্শককে উপহার দেওয়ার জন্য আগ্রহী। এবার সেই আশা পূর্ণ হতে চলেছে।"
আগামী ৩০ আগস্ট, বিড়লা অ্যাকাডেমিতে সন্ধে সাড়ে ছ'টায় অনুষ্ঠিত হতে চলেছে দেবলীনা-মনোজের যুগলবন্দি। 

প্রসঙ্গত, পরিচালক রাজর্ষি দের 'এবার দার্জিলিং'-এ এক বিশেষ চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ পারদর্শী তিনি। তাই মাঝেমধ্যেই মঞ্চে দেখা যায় তাঁকে। এবারও তার অন্যথা হল না। নতুন রূপে আবারও একবার দর্শকমনে জায়গা করে নিতে প্রস্তুত দেবলীনা।