সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'দেশদ্রোহী' দিলজিৎ?
দিলজিতের 'সর্দারজি ৩' ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। এবার পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। পাক তারকাদের কাস্ট করায় পাশাপাশি নেটিজেনরাও দিলজিৎকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছেন।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপিকা
লিভারে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকের দল জানান, বিপদমুক্ত দীপিকা। ১১ দিনের লাগাতার যুদ্ধের পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। দীপিকার ছাড়া পাওয়ার মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছেন স্বামী শোয়েব। পরে ভ্লগের মাধ্যমে সেই ভিডিয়ো ভাগ করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন হাসপাতালের সমস্ত চিকিৎসক-নার্সদের। ধন্যবাদ জানিয়েছেন দীপিকার অনুরাগীদের।
কোরিয়ান ড্রামায় সিদ্ধান্ত?
বলিউডে ভালই পরিচিত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। এবার নতুন যাত্রা শুরু করলেন অভিনেতা। কোরিয়ান অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। জনপ্রিয় কোরিয়ার ড্রামার অভিনেত্রী চেয় স্যু বিন-এর সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট সেরেছেন তিনি। যা নিয়ে রীতিমতো চর্চা চলছে নেটপাড়ায়। কেউ কেউ আবার সিদ্ধান্তকে কটাক্ষও করেছেন। কটাক্ষে উঠেছে এ আই নির্মিত দৃশ্যের কথাও।
