সংবাদসংস্থা মুম্বই: গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুরাগীরা। পছন্দের গায়কের সুরে মাতোয়ারা তাঁরা। সাম্প্রতিককালে দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, অমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এবার কলকাতার বুকে সুরের জাদু ছড়াবেন দিলজিৎ। 

 


৩০ নভেম্বর শনিবার দিলজিতের প্রথম বার কলকাতায় অনুষ্ঠান। অনুষ্ঠান শনিবার হলেও গত ২৭ নভেম্বর শহরে এসে পৌঁছেছেন তিনি। অনুষ্ঠানের আগে হাতে দু'দিন সময় পেয়েছেন। এর ফাঁকেই কলকাতার ঘুরে দেখলেন তিনি। তিলোত্তমার আনাচে কানাচে হলুদ ট্যাক্সি চেপে বেড়াতে দেখা গেল গায়ককে। 

 


কখনও হাওড়া ব্রিজ, কখনও আবার গঙ্গার ঘাটে সময় কাটিয়েছেন। ঘুরে দেখেছেন উত্তর কলকাতার ফুলের বাজার। দিলজিতকে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসীও। সমাজ মাধ্যমে কলকাতা পরিদর্শনের মুহূর্ত তুলে ধরে একটি ভিডিও ভাগ করেন গায়ক। সেই ভিডিওতে জোড়েন গায়িকা  মৌসুমী ভৌমিকের গান আমি শুনেছি সে দিন'। 

 

কলকাতায় এসে দিলজিতের বাংলা গানের প্রতি প্রেম দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। শহরের বুকে গান গাইতে গিয়েও কি তাঁর তালিকায় বাংলা গান থাকবে এবার? সেই প্রশ্নই এখন ছড়িয়েছে নেটপাড়ায়।