নিজস্ব সংবাদদাতা: চলবে না আর ‘বাঘমামা’-র দাপট, ছোট্ট দুগ্গার জাদুও শেষ! নতুন নায়ক, ট্র্যাক এনেও শেষ রক্ষা হল না, টিআরপির কোপে ফের জি বাংলার ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’। চলতি বছর ফেব্রুয়ারিতেই জানা গিয়েছিল এই ধারাবাহিকের আসার কথা। ধারাবাহিকের প্রোমোও নজর কেড়েছিল দর্শকের।
তবে এবার আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার এই ধারাবাহিক। শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই হতে পারে শেষ দিনের শুটিং। ৩রা মার্চ থেকে শুরু হয় এই ধারাবাহিক, দু’মাস কাটতে না কাটতেই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন বাদে ছোটপর্দায় মুখ্য চরিত্রে ফিরেছিলেন রাহুল বোস এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে নতুন মোড়। এরপর কয়েকদিনের মধ্যেই যে এভাবে আচমকা বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক, তার আঁচ কোনওভাবেই পাওয়া যায়নি।
গত সোমবারেই শেষ হয়েছে আকাশ আট চ্যানেলে ‘প্রথম কদম ফুল’- যা অবশ্য গল্প অনুযায়ী শেষ করা হয়েছে। তবে শুরুর দু'মাস যেতে না যেতেই এইভাবে হঠাৎ বন্ধ হচ্ছে একাধিক ধারাবাহিক যা মূলত টিআরপি, বা চ্যানেল ও প্রযোজনা সংস্থার ঝামেলার কারণে এইভাবে হঠাৎ করে বন্ধ হয় ধারাবাহিক। এই ধারাবাহিকের মূল নির্যাস ছিল এক মা-মেয়ের গল্প। অভিনেত্রী মানালি দে-র ছোটপর্দায় কামব্যাক থাকলেও প্রথম থেকে কখনই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি ‘দুগ্গামণি ও বাঘমামা’। সম্ভবত সেই কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক।
অভিনেত্রী মানালি দে-ও জানিয়েছেন এই ঘটনা সত্যি। স্বভাবতই এত অল্প সময়ের মধ্যে ধারাবাহিক বন্ধ হওয়ার অত্যন্ত মন খারাপ মানালির। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রাহুল সেট থেকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রকাশ-এর শেষ দিন’। এই ধারাবাহিকে ‘প্রকাশ’-এর চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। গল্প অনুযায়ী প্রকাশ ও গায়ত্রীর জীবনে হঠাৎ করেই আসে ছোট্ট দুগ্গামণি, সঙ্গে তার বাঘমামা। ছোট থেকেই বিশেষ শক্তির অধিকারী দুগ্গামণি, সকলের মনের কথা অচিরেই বুঝতে পারে সে। গায়েত্রীর জীবনে নতুন আলো হয়ে আসে ছোট্ট দুগ্গা অর্থাৎ রাধিকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও দারুন বন্ডিং তৈরি হয়েছিল মানালি ও রাধিকার মধ্যে। চার বছরের ‘দুগ্গা’ এর আগে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে কাজ করেছে। এদিন তাই সকলেরই মন খারাপ, এত তাড়াতাড়ি এই পরিবার ছেড়ে বেরিয়ে যেতে হবে প্রত্যেককে কেউই ভাবতে পারেননি সেকথা।
