নিজস্ব সংবাদদাতা: শেষ দিনের শুটিং হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'তোমাদের রাণী'র। তবে মন খারাপে নয়, দ্বিতীয়বার নতুনভাবে জীবন শুরু করার গল্পে শেষ হচ্ছে এই ধারাবাহিক।

'দূর্জয়' এবং 'রাণী' দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জুটি। যার শেষ ভাল তার সব ভাল, সেই কারণে দর্শকদের মনের আশা পূরণ করেই শেষ হবে এই ধারাবাহিক। ৫ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল স্টার জলসা নতুন ধারাবাহিক তেঁতুলপাতা, তবে কয়েকদিন পিছিয়ে গিয়েছে সম্প্রচারের সময়। 'তোমাদের রাণী'র স্লটেই শুরু হচ্ছে 'তেঁতুল পাতা'।

ধারাবাহিকের শেষদিনে 'দূর্জয়' ও 'রাণী'র মধ্যে দূরত্ব নয় বরং ভালবাসা দেখতে চেয়েছেন দর্শক। দিনের পর দিন তাদের মধ্যে দূরত্ব, ঝগড়া, মান অভিমানের পর্ব চলেছে। এবার সেই সব কিছু মিটিয়ে একে অপরের কাছাকাছি আসছে দর্শকের প্রিয় জুটি 'দূর্জাণী'। শেষ দিনে আবার নতুন করে বিয়ের পিঁড়িতে 'দূর্জয়'-'রাণী'।

সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন নায়ক, নায়িকা অর্থাৎ অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার। পাশাপাশি এও লিখলেন, "কিছু সময় ভোলা যায় না।" এই পোস্টের মন্তব্যে তাঁদের প্রিয় জুটিকে আরও একবার ভালবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীদের।