সংবাদ সংস্থা মুম্বই: একের পর এক মন্তব্যে ফের বিতর্কে অনুরাগ কাশ্যপ। এবার নিশানায় ‘ডেইলি সোপ কুইন’ একতা কাপুর। অনুরাগের ‘শাশুড়ি-বৌমা’ ধারাবাহিক নিয়ে মন্তব্যের পাল্টা দিলেন একতা—‘অপদার্থ’ বলে তোপ পরিচালককে!

নেটফ্লিক্স কর্তা টেড সারানডোসের ‘সেক্রেড গেমস’ সংক্রান্ত মন্তব্য ঘিরে সোচ্চার হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। নেটফ্লিক্স সিইও-কে প্রকাশ্যেই ‘বোকা’ আখ্যা দিয়ে বলেন, “টেকনোলজি বিশেষজ্ঞরা গল্প বলায় অপটু, এটাই তার প্রমাণ।” কিন্তু এখানেই থামেননি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালক। আরও এক ধাপ এগিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থ্রেডস-এ একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে কাশ্যপ লেখেন,“ওঁর তো সোজাসুজি শাশুড়ি-বৌমার গল্প দিয়ে শুরু করাই উচিত ছিল। যেটা ওরা এখন করছে! আমি জানতাম, এই টেকনোলোজি বিশেষজ্ঞ -দাদারা গল্প বলার কিছু বোঝে না, কিন্তু টেড সারান্ডোস যে ‘হাঁদা’— সেটা এতদিন জানতাম না। এখন সবকিছু পরিষ্কার!” অনুরাগের এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই মন্তব্যই এবার আগুন লাগাল ছোটপর্দার ধারাবাহিকের সম্রাজ্ঞী একতা কাপুরের কানে। ইনস্টাগ্রাম স্টোরিতে তোপ দেগে একতা লেখেন—
“তুমি একেবারেই অপদার্থ! এটা বলেই তুমি নিজেকে স্মার্ট আর কুল প্রমাণ করতে চাও, কিন্তু না! একটু ভদ্র হওয়া শেখো! নিজের সম্পর্কে সচেতন হও!”

তাঁর আরও দাবি, “শাশুড়ি-বৌমা’ ধারাবাহিকভারতীয় নারীদের কণ্ঠ এনে দিয়েছে। এই প্রভাব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত, শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত।” একতার মতে, যাঁরা ‘ইনক্লুসিভ’ বা সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গির কথা বলেন, তাঁরাই আসলে বেশি ‘ক্লাসিস্ট’, মানে উচ্চবিত্ত মনোভাবাপন্ন। না থেমে একতা বলে চলেন,“এই ‘আমরা এলিট, তুমি না’, এই ভাবনা বাদ দাও। গণতন্ত্র আর ফেয়ার প্লের জন্য এটা খুব জরুরি।”
শেষে অবশ্য খানিক শান্ত সুরে লেখেন—“ভালবাসা আর আলো সবাইকে।”

 এর আগে নেটফ্লিক্স সিইও টেড সারানডোস একটি পডকাস্ট-এ বলেছিলেন, “সেক্রেড গেমস ছিল আমাদের প্রথম ভারতীয় অরিজিনাল। বড় তারকারা, সিনেমার মতো ভিজ্যুয়াল... কিন্তু যদি আবার শুরু করতাম, আরও পপুলার কনটেন্ট দিয়ে যেতাম।” এই কথাতেই চটেছেন কাশ্যপ। সোজা আক্রমণে বলেন, “এটাই তো প্রমাণ করল, ও আসলেই বোকা!”

 এখন প্রশ্ন—এতদিন ‘নেটফ্লিক্স বনাম অনুরাগ’-এর লড়াইয়ে কি এবার ‘একতা বনাম অনুরাগ’ যোগ হতে চলেছে? না কি এর মধ্যেই অনুরাগের তরফে আসবে কোনও পাল্টা প্রতিক্রিয়া?

এই বিতর্কের শেষ কোথায়, সেটাই এখন দেখার!