সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
নিশাদ ইউসুফের রহস্য মৃত্যু!
জনপ্রিয় ফিল্ম এডিটর নিশাদ ইউসুফের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কেরলের কোচিতে মেলে মালায়লম ফিল্ম এডিটর নিশাদ ইউসুফের মৃতদেহ। কীভাবে মালায়লম ফিল্ম এডিটরের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। কোচির পানামপিল্লি নগরের একটি আবাসনের ঘর থেকে মেলে নিশাদের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের পর তদনত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ৪৩ বছর বয়সী নিশাদ ইউসুফ আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ।
শাহরুখের জন্মদিনের প্রস্তুতি
২ নভেম্বর ৫৯ বছরে পা দেবেন 'কিং খান'। এই বয়সেও তিনি হার মানাবেন যেকোনও নতুন প্রজন্মের তারকাকে। জৌলুস সেই একইরকম রয়েছে তাঁর। শাহরুখের জন্মদিনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন স্ত্রী গৌরী খান। বলিউডের ২৫০ জন নামজাদা তারকাদের কাছে পৌঁছেছে শাহরুখের জন্মদিনের নিমন্ত্রণ পত্র। এই তালিকায় রয়েছেন, করিনা কাপুর, সইফ আলি খান, করণ জোহর, অনন্যা পাণ্ডে, ফারাহ খান, জোয়া আখতার, রণবীর সিং, আলিয়া ভাটের মতো তারকারা।
মাঝপথেই কনসার্ট থামালেন অভিজিৎ
৩০ অক্টোবর জন্মদিন গায়ক অভিজিৎ ভট্টাচার্যর। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়কের মজার কীর্তি। একবার বিহারে কনসার্টে গিয়েছিলেন তিনি। সেখানে গান থামিয়ে স্টেজ থেকেই দর্শকের কাছে লিট্টি চোখা খেতে চান অভিজিৎ। সঙ্গে মজা করে বলেন, লিট্টি চোখা না খেতে দিলে গাইবেন না।
