নিজস্ব সংবাদদাতা: প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন সোহম-ইধিকা। ছবির নাম 'বহুরূপ'। পরিচালনায় আকাশ মালাকার। এই প্রথমবার জুটি বেঁধে নিজেদের ভেঙেচুরে নতুনভাবে দর্শকের সামনে মেলে ধরার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনেতাকে একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। এই চ্যালেঞ্জ নিয়েছেন সোহম চক্রবর্তী। ইধিকা পালকেও দেখা যাবে বেশ কয়েকটি ভিন্ন অবতারে। সামনে এল ইধিকার প্রথম ঝলক। সাঁওতালি মেয়ের সাজে দেখা গেল অভিনেত্রীকে। তবে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে তেজ।
এই চরিত্র প্রসঙ্গে ইধিকা বলেন, "সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমায় ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই ছবিটা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।"
ছবিতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে , ভরত কল, দেবলিনা দত্ত সহ অনেকেই। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদুতেই এক অঙ্গে সাত রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সোহম চক্রবর্তী। ছবিতে যেমন দর্শক থ্রিলারের স্বাদ পাবে তেমনই থাকবে প্রেম-ভালবাসা-আবেগের মিশেল।
