সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

প্রয়াত আলিয়া ভাটের ছবির গায়িকা 

মাত্র ৩৯ বছরে প্রয়াত 'কোক স্টুডিও' খ্যাত পাক সঙ্গীতশিল্পী হানিয়া ইসলাম। রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন হানিয়া। বলিউডে আলিয়া ভাট অভিনীত 'হাইওয়ে' ছবিতে এ আর রহমানের সুরে ‘সুহা সাহা’ গানে কণ্ঠ দেন শিল্পী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বোন। শিল্পীর মৃত্যুতে শোকে কাতর নেটিজেনরাও। 

৬ টাকায় লাঞ্চ জনের 

অভিনয় জগতে প্রবেশের আগে এমবিএ পড়েছিলেন অভিনেতা জন আব্রাহাম। এরপরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ৬,৫০০ টাকার বেতনে চাকরি করতেন তিনি। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে জন জানান, সেই সময় তিনি প্রতিদিন দুপুরের খাবার খেতেন ৬ টাকার মধ্যে। কারণ এর থেকে বেশি টাকা খরচ করলে তাঁর সংসারে অসুবিধা হত। 

প্রাক্তনকে জন্মদিনে কী বললেন কার্তিক?

'লাভ আজ কাল ২' ছবির সেটে কার্তিক আরিয়ান ও সারা আলি খান একে অপরের প্রেমে পড়েছেন এমন খবর ছড়িয়েছিল বলিপাড়ায়। কিন্তু তারপর তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরেও দু'জন বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন তা স্পষ্ট হল সারার জন্মদিনে কার্তিকের পোস্টে। তিনি 'লাভ আজ কাল ২'-এর শুটিংয়ের সেট থেকে তাঁদের দু'জনের মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারাকে।