সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


প্রিয়জনকে হারালেন হিমেশ রেশমিয়া


প্রয়াত হিমেশ রেশামিয়ার বাবা বিপিন রেশামিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ১৮ সেপ্টেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় অভিনেতার বাবাকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, হিমেশের বাবা বিপিন রেশামিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই। বার্ধক্যজনিত সমস্যায়ও দীর্ঘদিন লড়াই করছিলেন তিনি।


কার সঙ্গে রোম্যান্স করতে চান আলিয়া?


'গলি বয়' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন আলিয়া ভট ও রণবীর সিং। এরপর এই জুটিকে দর্শক দেখেছেন 'রকি অউর রানী কী প্রেম কাহানি' ছবিতে। দর্শকের চোখে পছন্দের জুটি হলেও পর্দায় রণবীরের সঙ্গে রোম্যান্স করতে মোটেও পছন্দ করেননা আলিয়া! তাঁর চোখে পছন্দের নায়ক অন্য একজন। বলিউডের জনপ্রিয় এক টক শোয়ে এসে আলিয়া ভাট জানান, বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি বরাবরই পছন্দের শীর্ষে থাকে অভিনেত্রীর। 


ওজন বাড়িয়ে ভিকির থেকে কী শুনলেন ক্যাটরিনা?


সম্প্রতি, এক সাক্ষাৎকারে বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ জানান যে, ওজন বেড়ে যাওয়ায় তিনি আত্মগ্লানিতে ভোগেন। সেই সময় তাঁর স্বামী ভিকি কৌশল পাশে দাঁড়িয়ে সাহস জোগান অভিনেত্রীকে। ক্যাটরিনার কথায়, "বিয়ের পর ওজন বেড়ে যাওয়ায় আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে পোশাক পরার সময় নিজের খুঁতগুলো খুব নজরে পড়ত। কিন্তু তখন ভিকি আশ্বাস দেয়। ওঁর কথা শুনেই ধীরে ধীরে নিজেকে আবারও ভালবাসতে শুরু করি। এবং মনের জোর ফিরে পাই।"