সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'আলফা'য় কোন ভূমিকায় হৃতিক?
যশ রাজ ফিল্মস ইতিমধ্যেই একসঙ্গে শুরু করে দিয়েছে 'ওয়ার ২' ও 'আলফা'র প্রস্তুতি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, যশ রাজের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন 'আলফা'য় এক বিশেষ চরিত্রে থাকছেন হৃতিক রোশন। ছবিতে আলিয়ার প্রশিক্ষকের ভূমিকায় থাকতে পারেন তিনি। যদিও এখনও পর্যন্ত নির্মাতারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
মাফিয়া সাম্রাজ্যে জোয়া
জোয়া আখতার তাঁর আগামী ছবি নিয়ে কবে আসবেন? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছিল দর্শক মনে। অবশেষে সুখবর সামনে এল। জোয়া তাঁর আগামী ছবিতে তুলে ধরবেন মাফিয়া সাম্রাজ্যের কথা। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, "এই মুহূর্তে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। খুব তাড়াতাড়ি সুখবর সামনে আসবে।"
যুক্তরাষ্ট্রে কাজের খোঁজে পরিনীতি
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে, বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া তাঁর আগামী কাজ নিয়ে কথা বলতে গিয়ে জানান, এবার তিনি যুক্তরাষ্ট্রে কাজ করতে চান। অভিনেত্রী এও বলেন যে, তিনি বরাবরই ভাল সুযোগের অপেক্ষায় থাকেন। তাই এবার নিজেকে যুক্তরাষ্ট্রের কাজের জন্য প্রস্তুত করতে চান। ভরপুর হলিউড অ্যাকশন ড্রামা নয়। বরং একটু অন্য ধরণের কাজের সন্ধানে আছেন পরিনীতি।
