সংবাদ সংস্থা মুম্বই: চলচ্চিত্র জগতেও নতুন যুগের হাওয়া বওয়া যে শুরু হয়ে গিয়েছে মৃদুমন্দভাবে তা যেন সজোরে ঘোষণা করলেন ‘ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত পরিচালক শেখর কাপুর। চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন ‘মিঃ ইন্ডিয়া’র পরিচালক শেখর। জানালেন—তাঁর ছবির জন্য আর অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের দরকার নেই তাঁর! কারণ তিনি এখন নিজেই তারকা গড়ে তুলবেন, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্যে!
ওয়েভস সম্মেলনে (WAVES 2025)-এ বক্তব্য রাখতে গিয়ে শেখর কাপুর জানালেন, “আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-ই তৈরি করবে তারকা। শুধু অভিনেতা নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এমন চরিত্র বানানো যাবে যারা তারকার মতো আবেগ, ব্যক্তিত্ব ও ক্যারিশমা নিয়ে দর্শকের মনে জায়গা করে নেবে! আমি নিজের মনের মতো করে এমন একজন পুরুষ বা নারী চরিত্র তৈরি করব, যাকে দর্শক ভালবাসবে—এবং তার কপিরাইট থাকবে শুধু আমার কাছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজমাধ্যমের বহু প্রভাবী-ই আর মানুষ নন, কৃত্তিম বুদ্ধিমত্তাদিয়ে বানানো অবয়ব। তাহলে সিনেমার ক্ষেত্রেও কেন এমন হবে না? পরিচালক হিসাবে নিজের ছবির জন্য আর আমার অমিতাভ বচ্চনের প্রয়োজন নেই, আমি নিজেই তৈরি করব আমার অভিনেতা। শাহরুখ খানেরও প্রয়োজন নেই, কারণ আমার সিনেমায় আমি নিজেই গড়ে তুলব তারকা।”
এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন কৃত্তিম বুদ্ধিমত্তা-র সম্ভাবনাময় দিকটি সামনে এনেছেন শেখর, তেমনই অন্যদিকে সাবধানও করেছেন প্রযুক্তি নির্ভরতা নিয়ে। তাঁর মতে, “মানুষকে যে জিনিসটি কৃত্তিম বুদ্ধিমত্তা-র থেকে আলাদা করে তোলে, তা হল আবেগ এবং অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবন যেমন রহস্যময়, সিনেমাও তেমন—আর সেই রহস্যটাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”
উল্লেখযোগ্যভাবে, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজের মতো কালজয়ী সিনেমা পরিচালনা করেছেন শেখর কাপুর। সম্প্রতি তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।
এই বক্তব্য নিঃসন্দেহে বহু বিতর্কিত সেই প্রশ্নকে আরও উস্কে তোলে— কৃত্তিম বুদ্ধিমত্তা কি সত্যিই তারকাদের জায়গা নিতে পারবে?
