সংবাদ সংস্থা মুম্বই: সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া নির্দেশ—ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস এবং সব ধরনের ডিজিটাল মিডিয়াকে অবিলম্বে সমস্ত পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।

 

তথ্যপ্রযুক্তি আইনের আওতায় (IT Rules, 2021), এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে—ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক বা গণশৃঙ্খলার পরিপন্থী কোনও ডিজিটাল কনটেন্ট রাখা চলবে না। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাওয়া পাকিস্তানি সিনেমা, ওয়েবসিরিজ, গান বা পডকাস্ট—যা বিনামূল্যে হোক বা সাবস্ক্রিপশনের আওতায়—সবই নিষিদ্ধ।

 

 

?ref_src=twsrc%5Etfw">May 8, 2025

 

তথ্য ও সম্প্রচার বিভাগের অনুমোদিত এই নির্দেশিকায় বলা হয়েছে, “আইটি আইন অনুযায়ী কোনও কনটেন্ট যদি দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বে আঘাত করে কিংবা ভারতের আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, তা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

 

এই নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত ডিজিটাল মিডিয়া, ওটিটি সংস্থা ও তাদের স্বনিয়ন্ত্রিত সংগঠনগুলিকে, যাতে কনটেন্ট যাচাইয়ে আরও বেশি দায়িত্বশীলতা দেখায় তারা। সরকারের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে—ভারতের ভূমিতে আর কোনওভাবেই জায়গা হবে না এমন কোনও কনটেন্টের, যা দেশের স্বার্থের পরিপন্থী।