নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শ্রীময়ী' ধারাবাহিক এবং জি ফাইভের 'ছোটলোক' ওয়েব সিরিজের পর আর দেখা যায়নি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। এক বিশেষ অনুষ্ঠানে এবার দেখা গেল অভিনেত্রীকে। আগের থেকে বেড়ে গিয়েছে ওজন, তবে এর পেছনে রয়েছে বড় কারণ। এদিন সকলের কাছে অনুরোধও জানালেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
বহুদিন পর একটি স্টেজ শোতে দেখা গেল ইন্দ্রানী হালদারকে। আগের মত একইরকম উচ্ছাস থাকলেও শারীরিক গঠনে অনেকটাই পরিবর্তন এসেছে অভিনেত্রীর। অনেকটাই ওজন বেড়েছে তাঁর, যা দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। অনেকে তা নিয়ে মন্তব্য করলে অবশেষে সামাজিক মাধ্যমে মুখ খুললেন তিনি।
ছিপছিপে চেহারার ইন্দ্রানীর একী অবস্থা? দর্শক অবাক হয়ে এই প্রশ্নই করেছেন। তবে কেন এতদিন অন্তরালে তিনি? কীভাবে বাড়লো ওজন? সবকিছু নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। ইন্দ্রানী হালদার সেই পোষ্টের নীচে মন্তব্য করেন, "পিঠে ব্যথার কারণে আমি বহুদিন কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরোনো বারণ ছিল, এমনকী হাঁটাচলা করতেও বারণ করেছিলেন চিকিৎসক। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, দয়া করে সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।"
ইন্দ্রানীর এই মন্তব্য দেখে বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন তাঁকে। ওজন বেড়ে যাওয়াটা কোনও সমস্যা নয় তবে মানুষের কথায় যেন মন খারাপ না করেন অভিনেত্রী, সেটাই বলেছেন সকলে। পাশাপাশি ইন্দ্রানী হালদারের সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার কামনাও করেছেন নেটিজেনরা।
