নিজস্ব সংবাদদাতা: দুপুর গড়াতেই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী দেশবাসী।‌ বৃহস্পতিবার আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

 

ঘটনার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। দুর্ঘটনায় আতঙ্কিত তারকারা। কেউ শোকপ্রকাশ করছেন সমাজমাধ্যমে, কেউ আবার সমস্ত অনুষ্ঠান বাতিল করছেন। এই বিমান দুর্ঘটনার সময় নাকি মাঝ আকাশে ছিলেন অভিনেতা, ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী! কলকাতা থেকে বিমানে গোয়ায় যাচ্ছিলেন তিনি।

 


ঘটনার জেরে দুশ্চিন্তায় ছিলেন অভিনেতার পরিবারের সদস্যরাও। এখন কেমন আছেন সায়ক? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। তিনি বলেন, "আমি সুস্থভাবে পৌঁছে গিয়েছি গোয়ায়। কিছুক্ষণ আগেই নেমেছি। কিন্তু প্রথম প্লেন ক্রাশের খবরে ভয় পেয়ে যায় আমার বাড়ির সবাই। কারণ, হুট করে ওদের আমার কথা মনে পড়ে। যদিও আমি অন্য প্লেনে ছিলাম। আমি যখন জানতে পারি, তখন শিউড়ে উঠি। এমনই এতক্ষণের ফ্লাইট ছিল। তারপর ওয়েদার খুব খারাপ ছিল। তারপর যখন নামলাম, তখন খবরটা পাই। সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছনোর খবরটা দিই। এত লোকের মৃত্যু হল! তাঁদের বাড়ির লোকেদের এখন কী অবস্থা, ভাবলেই খুব খারাপ লাগছে।"