সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্র রূপালী।
এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। কিন্তু এখন গুঞ্জন, গল্প এগোচ্ছে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়েই।
পর্দায় অনুপমার জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী অনুপমা, এই নিয়েই গল্প।
কিন্তু এর মাঝেই ধারাবাহিকের শুটিং ফ্লোরে ঘটে গেল বিপত্তি। শুটিংয়ে হঠাৎই ঢুকে পড়ল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হল ধারাবাহিকের এক অভিনেতাকে। গল্পে 'রাজা'র চরিত্রে অভিনয় করছেন যতীন সুরি। তাঁকে ধরতেই ফ্লোরে আসে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে নাকি ব্ল্যাকমেল করছেন যতীন। যার জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতার প্রেমিকা।
ঘটনাস্থলে গোলযোগ বাঁধায়, যতীন ও তাঁর প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। যদিও প্রেমিকার আনা এই অভিযোগকে সম্পূর্ণ ভুয়ো বলে উল্লেখ করেছেন অভিনেতা।
