নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় একদিকে যেমন নতুন অধ্যায় শুরুর একাধিক খবর, অন্যদিকে তেমন ভাঙছে ঘর ও সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দূরত্ব বেড়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। কিছুদিন আগে সপরিবারে ঘুরতে যান জয়জিৎ। সেখানে তাঁর মা বাবা এবং ছেলেকে দেখা গেলেও ছিলেন না স্ত্রী শ্রেয়া। এরপর থেকেই জল্পনা আরও বাড়ে, তাহলে কী সত্যিই দূরত্ব বেড়েছে জয়জিৎ এবং শ্রেয়ার মধ্যে?
জয়জিতের সঙ্গেই বেশি দেখা যায় তাঁদের একমাত্র পুত্র সন্তান যশোজিৎকে। এই বিষয়ে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাকে নিয়ে আগেও নানান ভুল খবর ছড়ানো হয়েছে, এবারও সেটাই হচ্ছে। আমার ও শ্রেয়ার মধ্যে দূরত্ব বাড়েনি, আমাদের সম্পর্কে আগের মতই আছে। আসলে ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে সেই কারণে আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারেনি। সেই জন্য হয়ত অনেক ভাবছেন আমাদের মধ্যে দূরত্বে বেড়েছে।”
তবে এই মুহূর্তে ছেলে যশোজিতের পড়াশোনা নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন জয়জিৎ। বোর্ডের পরীক্ষায় অত্যন্ত ভাল ফল করেছেন যশোজিৎ। তাই নিয়ে যারপরনাই গর্বিত জয়জিৎ। তবে সেইভাবে এখন কাজ করতে দেখা যাচ্ছে না জয়জিৎকে।
প্রসঙ্গত, মাস কয়েক আগে টলিপাড়ায় এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর মুখ খুলেছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। পরিচালকের স্বভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। এরপর জয়জিতের বিরুদ্ধেই উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ! 'আমি ঝুমা' নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্টে অভিনেতার নামে এই অভিযোগ আনা হয়েছিল। খবর, ওই অ্যাকাউন্ট ব্যবহারকারী নাকি একজন উঠতি অভিনেত্রী।
