সংবাদসংস্থা মুম্বই: আগেই বড় পর্দায় অভিষেক ঘটেছে আমির খানের ছেলে জুনেইদ খানের। তাঁর প্রথম ছবি নিয়ে বেশ চর্চায় ছিলেন অভিনেতা। ছবির নাম ছিল 'মহারাজ'। তারপরই বাবা আমির খানের প্রযোজনায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে একটি প্রেমের ছবিতে দেখা যাবে তাঁকে। সদ্য জাপান থেকে শুটিং শেষে করে দেশে ফিরেছেন তাঁরা। 

 

জুনেইদ এবার জুটি বাঁধছেন শ্রীদেবী কন্যার সঙ্গে। জাহ্নবী নয়, অভিনেতার বিপরীতে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে অর্থাৎ খুশি কাপুর। এই খবরে আগেই সিলমোহর পড়েছিল। অভিনেতার তৃতীয় ছবিতে খুশির সঙ্গে জুটি বাঁধায় বেশ উচ্ছ্বসিত দর্শক মহল। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। কিন্তু এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। ২০২৫-এর ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবিটি। পরিচালনায় অদ্বৈত চন্দন। 

 

 

প্রসঙ্গত, বলিউডের একাধিক তারকার জীবনে ‘লাভ গুরু’র ভূমিকা পালন করেছেন করণ। করণের প্রযোজনায় তৈরি ‘সরজমিন’ ছবির মাধ্যমেই সইফ পুত্র ইব্রাহিমের বলিউড সফর শুরু হবে। আর তাতেই ইব্রাহিমের বিপরীতে থাকছেন খুশি কাপুর। এই ছবিটির পরিচালকের আসনে শাওনা গৌতম। ইব্রাহিম না জুনেইদ? কার সঙ্গে সবচেয়ে বেশি জমবে খুশির রোম্যান্স? সেই অপেক্ষায় দর্শক। যদিও খুশির অভিনয় সফর জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে। তবে সেই ছবি মন কাড়তে পারেনি দর্শকদের। তাই অভিনেত্রীর আসন্ন ছবির অপেক্ষায় তাঁর অনুরাগীরা।