কিকু শারদাকে ছাড়া কপিল শর্মার শো যেন অসম্পূর্ণ। কিন্তু সেই কিকুই নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।
জানা গিয়েছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শীঘ্রই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। এবং শোটি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এই কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।
বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর। কিছুদিন আগে কৃষ্ণ অভিষেকের সঙ্গে কিকুর বাকবিতণ্ডার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় এবং দর্শকরা ধরে নেন, এই দ্বন্দ্বের জেরেই কিকু আর শো-এ থাকছেন না।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kiku Sharda (@kikusharda)
তবে কিকু শারদা নিজেই পরিষ্কার জানিয়ে দিলেন, সবকিছুই ছিল নিছক মজা। তিনি ইনস্টাগ্রামে কৃষ্ণর সঙ্গে একটি ছবি ভাগ করে লেখেন—“এই বন্ধন কোনওদিন ভাঙবে না। আমাদের মধ্যে যে ঝগড়া দেখানো হয়েছে, সেটি আসলে কেবলই একটি প্র্যাঙ্ক। আমি শো ছেড়ে যাচ্ছি—এমন সব গুজবের কোনও সত্যতা নেই। আমি সবসময় এই পরিবার ও শো-এর অংশ থাকব। তাই এসব রটনা ছেড়ে দাও আর নেটফ্লিক্সে গিয়ে শো-এর নতুন পর্বগুলো উপভোগ করো।” কিকু আরও যোগ করেন, এখনও বেশ কয়েকটি পর্ব বাকি আছে, তাই দর্শকের আনন্দ নষ্ট করার কিছু নেই।
শুধু কিকুই নন, সহ-অভিনেত্রী অর্চনা পুরণ সিং-ও এই খবরকে একেবারেই গুজব বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্টভাবে জানান, কিকু শো ছেড়ে যাচ্ছেন—এমন খবর একেবারেই সত্য নয়। আসলে তাঁরা সবাই পরিবার এবং সেই পারিবারিক আবেগই এই শো-এর আসল শক্তি।
এদিকে শো-এর বাইরে কিকু শারদা আরেকটি রিয়েলিটি শো 'রাইজ অ্যান্ড ফল'-এর শুটিং শুরু করেছেন। সেখানেই তাকে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তিনি কপিলের শো ছেড়ে নতুন প্রজেক্টে চলে যাচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি আগেই কপিল শর্মার শো-এর আসন্ন পর্বগুলোর শুটিং শেষ করেছেন। ফলে দুই প্রজেক্টের মধ্যে কোনও সংঘাত নেই।
সব মিলিয়ে স্পষ্ট, কিকু শারদা ও কৃষ্ণ অভিষেকের মধ্যে বাস্তবে কোনও মনোমালিন্য নেই। বরং তাঁরা বন্ধু হিসেবেই কাজ করছেন এবং দর্শকদের হাসির খোরাক যোগাচ্ছেন। কিকুর নিজের কথায়—“আমাদের ঝগড়া ছিল শুধু মজার অংশ, সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়।”
অতএব, যেসব ভক্ত ভেবেছিলেন কিকু শারদা শো ছেড়ে যাচ্ছেন, তাঁদের জন্য এটি স্বস্তির খবর। তিনি আগের মতোই শো-এর অবিচ্ছেদ্য অংশ থাকবেন। আর দর্শকেরা নিশ্চিন্তে নেটফ্লিক্সে বসে নতুন নতুন পর্বে হাসির রোল উপভোগ করতে পারবেন। এক কথায়, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর মজা, বন্ধুত্ব আর পারিবারিক আবহ আগের মতোই অটুট আছে, থাকবে।