কিকু শারদাকে ছাড়া কপিল শর্মার শো যেন অসম্পূর্ণ। কিন্তু সেই কিকুই নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’  থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।

 


জানা গিয়েছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শীঘ্রই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। এবং শোটি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এই কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।

 

 

বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর। কিছুদিন আগে কৃষ্ণ অভিষেকের সঙ্গে কিকুর বাকবিতণ্ডার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় এবং দর্শকরা ধরে নেন, এই দ্বন্দ্বের জেরেই কিকু আর শো-এ থাকছেন না।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kiku Sharda (@kikusharda)