সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যখনই ‘সিক্যুয়েল’ শব্দটা ওঠে, বেশিরভাগ সময়ই তা থাকে তথাকথিত 'স্পিরিচুয়াল সিক্যুয়েল'—মানে গল্প নয়, মিল থাকে অনুভব আর ধাঁচে। এমনই এক ‘আত্মিক উত্তরসূরি’ হিসেবে এবার আসছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো…ইন দিনো’, ২০০৭-এর কাল্ট ক্লাসিক ‘লাইফ ইন আ মেট্রো’-র আবহকে সঙ্গে নিয়ে।মেট্রো ছবির পুরনো কাস্ট এ ছবিতে প্রায় নেই বললেই চলে—শুধু রয়েছেন কঙ্কনা সেন শর্মা, তবে তিনিও এক নতুন চরিত্রে। আগের ‘শ্রুতি’-র বদলে এবার তিনি ‘কাজল’।
তবু, কঙ্কনাই এমন এক ছোট্ট টুইস্ট এনেছেন, যা হৃদয় ছুঁয়ে যায়। ছবিতে তাঁর বিপরীতে এবার পঙ্কজ ত্রিপাঠী, এবং তাঁর চরিত্রের নাম রাখা হয়েছে ‘মন্টি’—হ্যাঁ, ঠিক তাই, সেই ইরফান খানের ‘মন্টি’-র স্মৃতিকে কোমলভাবে দর্শকের মননে ফিরিয়ে আনা।
তবে জানেন কি ‘মন্টি’ নামটা একেবারেই ছিল না এই ছবির চিত্রনাট্যে? পরিচালক অনুরাগ বসুর কথায়, "এই চরিত্রের নাম প্রথমে ‘মন্টি’ ছিল না। শুটের প্রথম দিনেই কঙ্কনা বলল, ‘আচ্ছা, ওকে ‘মন্টি’ বলি না?’ শুনেই আমি রাজি। এক কথায় ঠিক হয়ে গেল।” কঙ্কনার কথায়, “এই চরিত্রটি এমন অদ্ভুতুড়ে একটা চরিত্র, ইরফানের ‘মন্টি’-র একটা ছায়া তো আছেই। যদিও চরিত্র একেবারেই আলাদা। কিন্তু প্রেমের ধরনটা একইরকম মজার।”
স্মৃতি, শ্রদ্ধা, সংলাপ ছাড়াই ফিরে এলেন ইরফান। ‘মেট্রো…ইন দিনো’-তে ইরফান নেই, তাঁর সংলাপ নেই, উপস্থিতিও নয়। কিন্তু একটা নাম—‘মন্টি’ যেটা হয়ে উঠেছে এক মধুর শ্রদ্ধাঞ্জলি। প্রেমের সেই চিরচেনা অথচ অচেনা অভিজ্ঞতা, আবারও ফিরছে অন্য এক রূপে।
আগামী ৪ জুলাই, বড়পর্দায় আসছে ‘মেট্রো…ইন দিনো’। যেখানে থাকছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফতিমা সানা শেখ, নীনা গুপ্তা এবং অনুপম খের।
এই ছবিতে গল্প নয়, সম্পর্কই মুখ্য। আর তার মাঝেই, এক নীরব সংলাপ—‘আমরা তোমায় ভুলিনি, ইরফান।’
