নিজস্ব সংবাদদাতা: 'সোমনাথ' ও 'প্রিয়াঙ্কা'র বিয়েকে কেন্দ্র করে এই মুহূর্তে জমজমাট 'উড়ান' পরিবার। তবে এই বিয়ের মূল উদ্দেশ্য শুধুই সম্পত্তির লোভ। বাস্তবে ভালবাসা নাকি টাকা কোনটা জিতে যায়? এই প্রশ্নের উত্তর দিলেন পর্দার 'মহারাজ' অর্থাৎ প্রতীক সেন। 

 

দাদা সোমনাথের বিয়েকে কেন্দ্র করে সমস্যা আরও বাড়ছে মহারাজের জীবনে। মা ও পূজারিণী সঙ্গেও দূরত্ব বাড়ছে পরিস্থিতির কারণে। টাকার ওপর ভিত্তি করে যে সম্পর্ক - তা কি কখনও চিরস্থায়ী হতে পারে? বাস্তবে ভালবাসা নাকি টাকা কোনটা বেশি প্রয়োজনীয়? এই প্রশ্নের উত্তরে প্রতীক জানালেন, "বহুযুগ আগে থেকেই বিনিময়ের মাধ্যম টাকা। তা কখনও কড়ি, কখনও পশু আর এখন কাগজের বা ধাতুর এই টুকরো। তবে আমার মনে হয় টাকা এবং সম্পর্ক পাশাপাশি চলে। দু'জন মানুষের মধ্যে ভীষণ ভালবাসা আছে, অথচ দুবেলা খাওয়ার মত সামর্থ্য নেই, সে ক্ষেত্রে সেই সম্পর্কে চিড় ধরবেই। দুক্ষেত্রেই ব্যালেন্স দরকার। আবার যদি অনেক বেশি টাকা চাই, সে ক্ষেত্রে শান্তি চলে যায়। যত পাব আরও তত চাইবো। আকাঙ্ক্ষা বেশি হলে তখন সেটা সম্পর্কের ওপর প্রভাব ফেলে।"

 

 

তাঁর কথায়, "সম্পর্কের উর্ধ্বে গিয়ে টাকা কখনওই গুরুত্বপূর্ণ হতে পারে না একথা চরম সত্যি তবে টাকাকে অস্বীকার করাও যাবে না। কারণ জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য টাকার প্রয়োজন।" অভিনেতা এও জানান, বাস্তবে টাকার পেছনে কখনও ছোটেন না তিনি। যতটুকু দরকার তা পেলেই তিনি খুশি। তবে প্রতীক সেন নিজের মত জীবনকে গুছিয়ে নিতে পারলেও 'মহারাজ' কিন্তু আশেপাশের সব সম্পর্ক নিয়েই নাজেহাল। মা ও পূজারিণীর সঙ্গে কি সম্পর্ক থাকবে মহারাজের? সেই অপেক্ষাতেই এখন রয়েছেন দর্শক।