নিজস্ব সংবাদদাতা: টলিউডের পরিচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার। বৃহস্পতিবার দেওঘরে শিবপুজোর কথা জানিয়েছিলেন মধুমিতা। এদিন রাতে তাঁকে দেখা গেল পরনে সাদা কুর্তি। কপালজুড়ে হলুদ তিলক। রাত ২টোর সময়ে রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মধুমিতা রাতে একা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করেছেন।
ওই ভিডিওতে মধুুমিতাকে বলতে শোনা যায়, "এখন রাত দুটো। আর এই সময় আমি নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। অথচ রাস্তায় কিছু লোক আছেন। তবুও আমার দিকের কিন্তু কেউ ফিরেও তাকাচ্ছেন না।" এরপর তিনি আরও বলেন, কত মেয়েরা রাতে কাজ করে ফেরেন। তাই এই শারদীয়ায় এইটুকু চাই, ভারতবর্ষের প্রতিটা মেয়েই যেন রাতে এমন নিরাপদ বোধ করতে পারেন।"
টেলিভশন থেকে কেরিয়ার শুরু মধুমিতার। স্টার জলসার 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের মাধ্যমে দর্শকের থেকে পেয়েছেন দারুণ প্রশংসা। এরপর একে একে বড়পর্দা থেকে ওটিটি জগতেও পা রেখেছেন তিনি। সেখানেও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের চোখে নজরকাড়া হয়েছেন মধুমিতা।
প্রসঙ্গত, শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি 'সূর্য'-এ প্রথমবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন মধুমিতা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে দর্শনা বণিককে। ছবিটি ৭ সপ্তাহ চলছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি এই সাফল্যের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন পরিচালক।
