সংবাদ সংস্থা মুম্বই: পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবিতে অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ! আর তা নিয়েই এবার সোজাসুজি ক্ষোভ উগরে দিলেন গায়ক মিকা সিং। 'সর্দারজি ৩'-এর ট্রেলারে হানিয়ার উপস্থিতি দেখে একেবারে চটে লাল এই জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে এক কড়া পোস্টে মিকা বললেন— “দেশ আগে! এখন ভারত-পাকিস্তানের সম্পর্ক এমনিতেই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের মর্যাদা লঙ্ঘন করে, সীমান্তের ওপার থেকে শিল্পী এনে কাজ করাটা একেবারে দায়িত্বজ্ঞানহীন।”
মিকার অভিযোগ, দিলজিত ঠিক সেই কাজটাই করেছেন। তাঁর কথায়— “যে কোনও কনটেন্ট রিলিজ করার আগে দু’বার ভাবা উচিত, বিশেষ করে যদি তাতে 'অ্যাক্রস দ্য বর্ডার' কেউ জড়িত থাকেন। কিন্তু কিছু মানুষ এখনও বুঝে উঠতে পারেননি, কীভাবে দেশের সম্মান বজায় রাখতে হয়!”
মিকা শুধু এখানেই থামেননি। 'ঢপের গায়ক' বলে কটাক্ষ করে দিলজিতকে নিশানা করেছেন তিনি। স্মরণ করিয়ে দিয়েছেন— “ফওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবিটিও ভারতে মুক্তি পায়নি। সেই ছবিতে ছিলেন বাণী কাপুরও। তা সত্ত্বেও কেউ কেউ বারবার ভুল করছেন। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, এক জন 'ঢপের গায়ক' (ফেক গায়ক) ভারতে হাজার হাজার দর্শকের সামনে শো করে চলে গেল, তারপর এখন এমন কাজ করছে যা ভক্তদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”
কেন এত বিতর্ক ‘সর্দারজি ৩’ ঘিরে? গত ২২ জুন মুক্তি পেয়েছে দিলজিত দোসাঞ্জের নতুন ছবি ‘সর্দারজি ৩’-এর ট্রেলার। এই ছবিতেই নায়িকা হিসেবে আছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ট্রেলার মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল বিতর্ক, অনেকেই প্রশ্ন তোলেন— কেন এই সময়ে এমন সিদ্ধান্ত? পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, ছবির নির্মাতারা ভারতে সিনেমাটি মুক্তি না-দিয়ে সরাসরি বিদেশে প্রিমিয়ার করার সিদ্ধান্ত নেন। আগামী ২৭ জুন ‘সর্দারজি ৩’ মুক্তি পাবে ভারতের বাইরে। কিন্তু ততদিনে আগুন ছড়িয়ে পড়েছে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। আর সেই আগুনেই যেন ঘি ঢেলে দিলেন মিকা সিং— তাঁর এই পোস্টে।
কী হতে পারে পরিণতি? মিকার এই কড়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন বলিপাড়ার নজর দিলজিতের জবাবের দিকে। প্রশ্ন উঠছে— কি এই ছবির মুক্তি আরও সমস্যায় পড়বে? দর্শকদের একাংশ ইতিমধ্যেই বয়কটের ডাক তুলেছেন। এদিকে, এই কনট্রোভার্সি ঘিরে দিলজিতের নীরবতাই যেন আরও প্রশ্ন বাড়িয়ে তুলছে।
