বাংলা চ্যানেলে শুধু ধারাবাহিক নয়, দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয় রিয়্যালিটি শো-গুলোও। আর এই শো-এর মধ্যে যেমন দর্শক খুঁজে পান রসনাতৃপ্তি, তেমনই এই শো দর্শকের মধ্যে অনুপ্রেরণা জোগায়। জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' তেমনই এক নিদর্শন। প্রতিযোগীদের নাচ ও জীবন সংগ্রামের গল্প দেখতে দর্শকের দারুণ উৎসাহ। তাই প্রতি শনি ও রবিবার জি বাংলার পর্দা থেকে চোখ সরাতে পারে না দর্শক মহল। 

 

এবারের 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিচারকের আসনে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়কে। সঞ্চালনার পাশাপাশি এবছর বিচারকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরাও। 

 


এই সিজনের শুরুতেই যিশু-অঙ্কুশের মজার কাণ্ড কারখানা নজর কেড়েছে দর্শকের। সঙ্গে প্রতিযোগীদের দূর্দান্ত নাচে চোখ জুড়িয়েছে দর্শকের। প্রায় প্রতি বছর 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে নতুন মুখদের সুযোগ দেওয়া হয় ছোটপর্দা থেকে বড়পর্দায়। তাই কে বিজয়ী হবেন, সেই অপেক্ষায় দিন গুনছেন দর্শক। এবার এগিয়ে এল সেই দিন। খুব তাড়াতাড়ি আসছে এই শো-এর গ্র্যান্ড ফিনালে। 

 

আরও পড়ুন: 'সোম'-এর মুখে ভালবাসার কথা শুনে কী করল 'পার্বতী'? এবার কি বিয়ের সানাই বাজবে 'দাদামণি'তে?


সেদিন একেবারে ঝাঁ চকচকে অবতারে হাজির হবেন যিশু-অঙ্কুশ থেকে শুরু করে শুভশ্রী-কৌশানী। সঙ্গে পাল্লা দেবেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীও। এই গ্র্যান্ড ফিনালেতে হতে চলেছে নাচ ও গ্ল্যামারের রমরমা। এদিন আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন মিঠুন ও দেবশ্রী রায়। একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাঁদের। অন্যদিকে, একই মঞ্চে দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরীকেও। আসলে 'ডান্স বাংলা ডান্স'-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেবশ্রী ও টোটা। তাই স্বাভাবিকভাবেই ওই মঞ্চে তাঁদের পারফর্ম করতে দেখবেন দর্শক।

পথিকৃৎ বসুর পরিচালনায় 'শাস্ত্রী' ছবিতে দর্শক শেষ দেখেছিলেন মিঠুন ও দেবশ্রীর জুটিকে। এক সময় এই জুটি টলিউডে রাজ করত। তাঁদের একসঙ্গে আবারও দেখে তাই নস্টালজিয়ায় ভাসবেন দর্শক, এমনটা আশা করাই যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। ওই ভিডিওতে মিঠুন-দেবশ্রীর নাচের এক ঝলক দেখেই উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।

 

একসময় মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের জুটি টলিউডে বেশ জনপ্রিয় ছিল। একসঙ্গে তাঁরা বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ৯০ দশকের ত্রয়ী। এছাড়াও রয়েছে 'এমএলএ ফাটাকেষ্ট', 'যুদ্ধ', 'অভিমন্যু' 'মহাগুরু'। এরপর দীর্ঘ ১৬ বছরের বিরতি ছিল। দর্শক বরাবরই মিঠুন-দেবশ্রীকে দেখতে চেয়েছিলেন বড়পর্দায়। ১৬ বছর পর সেই জুটিকেই দেখা গিয়েছিল গত বছর 'শাস্ত্রী' ছবিতে। পথিকৃৎ বসুর পরিচালনায় মিঠুন-দেবশ্রীর সেই পুরনো রসায়ন ফুটে উঠেছিল ছবিতে। এবার 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে যেন আরও একবার জুটিতে চমক দিতে প্রস্তুত।