নিজস্ব সংবাদদাতা: নতুন সপ্তাহ পড়তেই টিআরপি তালিকায় নিজের জায়গা দখলের লড়াইয়ে নেমেছে প্রতিটি ধারাবাহিক। শুরুর দিন থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল ফল করছে ষ্টার জলসার 'শুভ বিবাহ'। 'তেজ' ও 'সুধা'র গল্প দারুণ পছন্দ করছেন দর্শক। জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে একে অপরকে ভালবাসার ছবিই ফুটে উঠছে ধারাবাহিকে। এবার 'তেজ' ও 'সুধা'র প্রেমে এল নতুন মোড়। চলতি সপ্তাহে আরও কাছাকাছি তারা।
সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে, হঠাৎ অসুস্থ 'সুধা'। ঝড়ের রাতে সে বৃষ্টিতে ভিজে আরও অসুস্থবোধ করে। অজ্ঞান হয়ে যায় সে। এরমধ্যেই 'তেজ' আসে তার কাছে। সুধার শাড়ি বদলে মাথায় জলপট্টি দিয়ে দেয় সে। বাজ পড়ার শব্দে ভয় পেয়ে 'সুধা' জড়িয়ে ধরে 'তেজ'কে। ঝড়ের রাতে এই প্রথমবার কাছাকাছি আসে 'তেজ'-'সুধা'।
'সুধা'কে সব বিপদ থেকে রক্ষার দায়িত্ব নিয়েছে 'তেজ'। বাড়ির লোকের ষড়যন্ত্র হোক কিংবা বাইরের কোনও বিপদ। 'সুধা'র জীবনে ঢাল হয়ে ধরা দেয় 'তেজ'। প্রতিশ্রুতি দেয় একে অপরের পাশে থাকার। 'তেজ'-'সুধা'র এই পরিণত প্রেম তাই পছন্দ করেছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার 'তেজ'-'সুধা'র চরিত্রে জুটি বেঁধেছেন হানি বাফনা ও সোনামণি সাহা। প্রথমবার জুটি বাঁধলেও তাদের রসায়ন অল্প দিনেই মন জয় করেছে সিরিয়াল প্রেমীদের। এরপর কীভাবে এগোবে গল্প? নতুন পর্বে ঠিক কী ঘটতে চলেছে? এর উত্তর মিলবে 'শুভ বিবাহ'-এর আগামী পর্বে।
