সংবাদসংস্থা মুম্বই: বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নোরা ফতেহি। বহু ছবিতে তাঁর নাচের তালে দর্শক মনে জায়গা করেছেন নোরা। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করেছেন তিনি। শুরু করেছেন মিউজিক অ্যালবামের যাত্রা। 

 

এদিকে বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চিরকালের জন্য অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি? এই প্রসঙ্গে নিজেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন নোরা।

 


সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা বলেন, "আমার ব্যক্তিগত কোনও জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারওর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন। সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনই মিউজিক ভিডিওয় কাজ করব।"

 

নোরা আরও বলেন, "অনেকেই প্রচারের আলোয় থাকার জন্য এইরকম অনেক গুঞ্জন ছড়ান। সেই সঙ্গে একজনের সঙ্গে অন্যজনের বাজেভাবে তুলনা টানা হয়। নতুন কোনও অভিনেত্রী যখন ভাল কাজ করেন। তাঁর অভিনয় বা নাচের ভঙ্গিমা যখন সবার ভাল লাগে, ঠিক তখনই আমার কেরিয়ার শেষ! এইরকম গুঞ্জন ছড়ায়‌। আমি তো কারওর কেরিয়ারে বাধা হচ্ছি না। আমার কেরিয়ারে কেন অন্য কেউ বাধা হবেন? প্রত্যেকে নিজের মতো কাজ করছেন। এতে 'নোরার কেরিয়ার শেষ!' এইরকম উক্তির কী মানে? আমি মনে করি, এই সবকিছুই টাকার বিনিময়ে প্রচারের একটা মাধ্যম।"