চড়ছে টলিপাড়ার উত্তেজনার পারদ, ইংরেজদের শায়েস্তা করতে আসছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় বাজেটের ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তাপ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে অর্জুন- কে নেই এই ছবিতে?

 

 

রবিবার মুক্তি পেল ছবির পোস্টার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ পোস্টারে নিজস্ব লুকে ধরা দিলেন দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দরা। পোস্টার ভাগ করে পরিচালক শুভ্রজিৎ মিত্র গীতার স্লোক লেখেন, "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)