Official poster reveals of bengali movie Devi Chowdhurani | Aajkaal
গীতার স্লোকে আরও একবার বিজয়িনীকে মনে করালেন শুভ্রজিৎ মিত্র, প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র অফিশিয়াল পোস্টার
নিজস্ব সংবাদদাতা
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪২
শেয়ার করুন
চড়ছে টলিপাড়ার উত্তেজনার পারদ, ইংরেজদের শায়েস্তা করতে আসছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় বাজেটের ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তাপ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে অর্জুন- কে নেই এই ছবিতে?
রবিবার মুক্তি পেল ছবির পোস্টার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ পোস্টারে নিজস্ব লুকে ধরা দিলেন দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দরা। পোস্টার ভাগ করে পরিচালক শুভ্রজিৎ মিত্র গীতার স্লোক লেখেন, "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।"
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)
প্রসঙ্গত, চমকপ্রদ গ্রাফিক্সের মধ্যে দিয়ে শুরু হয়েছে ছবির টিজার। সঙ্গে 'ভবানী পাঠক' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরুগম্ভীর গলা। দুর্দান্ত অ্যাকশনে তরবারি হাতে একের পর এক শত্রুকে খতম করতে থাকেন তিনি। এরপরই তাঁর আহ্বান 'দেবী চৌধুরানী' তথা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তরোয়ালের মধ্যে যেন ‘উল্কার তেজ’ রানীর চরিত্রে।
নিভু নিভু আলোয় প্রসেনজিতের জলদগম্ভীর স্বরে কথিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’। ছবিতে জমিদার হরবল্লভ রায়ের গুরুত্বপূর্ণ চরিত্রে সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন। রয়েছেন ‘ফেলুদা’ পুত্র অর্জুনও। রঙ্গরাজ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক , বিবৃতি চট্টোপাধ্যায় ও কিঞ্জল নন্দকে।মজনু শাহের ভূমিকায় অভিনয় করছেন ভরত কল।উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। ২৬ সেপ্টেম্বর, অর্থাৎ পুজোয় বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
১৩ অগস্ট টিজারটি প্রথম প্রকাশ পায় সমাজমাধ্যমে। মুক্তির পর থেকেই দর্শক মুগ্ধ হয়েছেন ছবির ভিজ্যুয়াল সৌন্দর্য, বিপ্লবী আবহ ও শক্তিশালী সংলাপে। সেই আবেগের রেশ পৌঁছে গিয়েছিল স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে।স্বাধীনতা দিবসে বিশ্ব মঞ্চে নতুন করে আলো ছড়াল এই বাংলা ছবি। ইতিহাসে নজির গড়ল এই ছবি। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হল পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরানী’-র টিজার। এদিনের বিশেষ মুহূর্তে আন্তর্জাতিক দর্শকদের সামনে উঠে এল ভারতের স্বাধীনতার লড়াইয়ের এক অমর কাহিনি।
এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টাইমস স্কয়ারে টিজার উন্মোচিত হওয়াকে জীবনের এক বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছেন তাঁরা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “স্বাধীনতা দিবসে দেবী চৌধুরানীর টিজার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের গল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা আমাদের কাছে ঐতিহাসিক।”
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথায়, “এটি আমাদের দলের কাছে অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। আমরা এক টুকরো ভুলে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনছি। আন্তর্জাতিক পরিসরে টিজার প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের।”
বাংলা সিনেমার ইতিহাসে নতুন পালক যোগ করল ‘দেবী চৌধুরানী’। ইন্দো-ইউকে যৌথ প্রযোজনার এই ছবি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। ছবিটি যে শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের দর্শকের কাছে স্বাধীনতার আবেগ পৌঁছে দেবে, সেই আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।